ওসি সাহেব, ওসি স্যার, Oc Sir song
সংগীত দ্বারা গীত, বাদ্য, নৃত্য এই তিনটি বিষয়ের সমাবেশকে উল্লেখ করা হয়। গীত এক ধরনের শ্রবণযোগ্য কলা যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। স্বর ও ধ্বনির সমন্বয়ে গীতের সৃষ্টি। এই ধ্বনি হতে পারে মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি, হতে পারে যন্ত্রোৎপাদিত শব্দ অথবা উভয়ের সংমিশ্রণ। কিন্তু সকল ক্ষেত্রে সুর ধ্বনির প্রধান বাহন। সুর ছাড়াও অন্য যে অনুষঙ্গ সঙ্গীতের নিয়ামক তা হলো তাল।
অর্থযুক্ত কথা, সুর ও তালের সমন্বয়ে গীত প্রকাশিত হয়। সুর ও তালের মিলিত ভাব এ বাদ্য প্রকাশিত হয়। ছন্দের সাথে দেহ ভঙ্গিমার সাহায্যে নৃত্য গঠিত ।
প্রাচীনকাল থেকে এ বঙ্গঅঞ্চলে কীর্তন বা ঈশ্বরের নামে গান করার প্রচলন চলে আসছে। চর্যাগীতির পরে বাংলা সঙ্গীতে উল্লেখযোগ্য হয়ে আছে নাথগীতি। যদিও সঙ্গীতকে ঘিরে বিশ্বব্যাপী সৃষ্ট হয়েছে এক ধরনের ব্যবসার। এতে সঙ্গীত রচনা করে গ্রাহক কিংবা প্রচার মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এর সাথে জড়িত রয়েছে বিভিন্ন রেকর্ড কোম্পানী, ব্রান্ড এবং ট্রেডমার্ক সহযোগে লেবেল এবং বিক্রেতা। ২০০০ সালের পর থেকে গানের শ্রোতার সংখ্যা অসম্ভব আকারে বৃদ্ধি পেয়েছ। শ্রোতারা ডিজিটাল মিউজিক ফাইলগুলোকে এমপি-থ্রী প্লেয়ার, আইপড, কম্পিউটার এবং অন্যান্য বহনযোগ্য আধুনিক যন্ত্রে সংরক্ষণ করছেন। গানগুলো ইন্টারনেট থেকে বিনামূল্যে কিংবা ক্রয় করে সংগ্রহ করা যায়। ডিজিটাল মাধ্যমে গান সংগ্রহ ও দেয়া-নেয়ার মাধ্যমে বর্তমান সঙ্গীত শিল্প প্রসারিত হয়েছে।
তবে ইন্টারনেট থেকে অবাধে বিনামূল্যে গান ডাউনলোড করার ফলে গানের সিডি বিক্রয়ের ব্যবসায় এক ধরনের হুমকির মুখে রয়েছে। এর ফলে বাণিজ্যিক শিল্পীরা আর্থিকভাবে লাভবান হতে পারছেন না।
"ওসি" পাতাটি এই উইকিতে তৈরি করুন! এছাড়া অনুসন্ধানে পাওয়া ফলাফলগুলিও দেখুন।
মেজর সিনহা হত্যাকাণ্ড
আদেশ দেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন মেজর সিনহা। তার মৃত্যু নিশ্চিত করতে পরবর্তীতে ওসি প্রদীপ কুমারও ২টি গুলি
১৯ কিলোবাইট (৬৮৮টি শব্দ) - ১০:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২২
লামা থানা
চল্লিশের দশকে একবার ও পাকিস্তান আমলে পঞ্চাশের দশকে আরেকবার) লামা থানার দারোগা (ওসি) ছিলেন। লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা
৫ কিলোবাইট (৯৬টি শব্দ) - ২১:৩০, ৩১ মার্চ ২০২০
পিপার স্প্রে
পিপার স্প্রে (Pepper spray) যা ওসি স্প্রে (ওলিওরেসিন ক্যাপসিয়াম), ওসি গ্যাস এবং ক্যাপসিয়াম স্প্রে নামেও পরিচিত। ইহা একটি রাসায়নিক যৌগ যা চোখের প্রদাহ
৬ কিলোবাইট (৩২১টি শব্দ) - ০৭:৫২, ১৬ জুন ২০২১
রাজত্ব
করেন। তখন ব্যক্তিগতভাবে ওসি এবং ডাক্তারকে মুখোমুখি করে এবং তাদের গ্রেপ্তার করে এবং তাদের ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করে। ওসি তাকে জানিয়ে দেয় যে তারা
১৩ কিলোবাইট (৫৫৮টি শব্দ) - ১৯:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২১
কুষ্টিয়া মডেল থানা
কুষ্টিয়া শহরের প্রানকেন্দ্রে অবস্থিত, বর্তমানে এই থানার অফিয়ার ইন চার্জ (ওসি) হলেন কামরুজ্জামান তালুকদার। কুষ্টিয়া মডেল থানার উত্তরে পাবনা সদর ও ঈশ্বরদী
৬ কিলোবাইট (২২৩টি শব্দ) - ০৩:১১, ২৬ এপ্রিল ২০২১
বাংলাদেশের থানা
এখতিয়ারভুক্ত এলাকা বোঝানো হতো। থানার প্রধান কর্মকর্তা ছিলেন অফিসার ইন চার্জ (ওসি) পদবির একজন অধস্তন পুলিশ কর্মকর্তা। সার্কেল ব্যবস্থা প্রবর্তনের ফলে বিশেষ
৫ কিলোবাইট (২৪৫টি শব্দ) - ০৪:৫১, ২৫ আগস্ট ২০২১
মহানগর (ওয়েব ধারাবাহিক)
জন্য এক প্রতিনিধিকে (শাহিদ আলী) থানায় পাঠান ও পুরনো বন্ধু ওসি হারুনের সাথে সমঝোতা করতে বলেন। ওসি বড় অঙ্কের টাকা ঘুষ নেন, আফনানকে বাঁচানোর চেষ্টা করেন, তাকে
১৩ কিলোবাইট (৩৫৩টি শব্দ) - ০৬:১২, ৮ এপ্রিল ২০২২
শানাইয়া টোয়েইন
শানাইয়া টোয়েইন ওসি (জন্ম নাম এইলীন রেজাইনা এডোয়ার্ডস্, আগস্ট ২৮, ১৯৬৫, ওয়াইন্ডসর, অন্টারিও) একজন জনপ্রিয় কানাডীয় ফোক-মিউজিক ও পপ গায়িকা। তার তৃতীয়
৪ কিলোবাইট (৫৩টি শব্দ) - ১৯:০৯, ১৯ এপ্রিল ২০২১
আমার আছে জল
সালেহ আহমেদ - আলীম জয়ন্ত চট্টোপাধ্যায় - দোকানদার ডা: এজাজুল ইসলাম - ওসি কামরুল আগুনের পরশমণি দুই দুয়ারী শ্রাবণ মেঘের দিন চন্দ্রকথা শ্যামল ছায়া
৮ কিলোবাইট (১৬৪টি শব্দ) - ০৯:১০, ১ ফেব্রুয়ারি ২০২২
হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
আসাদুল্লাহ সাহেব বাদল বাদলের মা বাদলের বাবা কানা কুদ্দুস আলী আসগর রুপা মনসুর ওসি নূর চাচা হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম গুডরিড্স এ হিমুর হাতে
৬ কিলোবাইট (১৩৫টি শব্দ) - ১৩:৫২, ৮ মার্চ ২০২১
কুখ্যাত খুনী (চলচ্চিত্র)
মিশা জাম্বু - সম্ভু ফকিরা - মাকতু, তরফদারের ভাই গাঙ্গুয়া - ওসি রহমান, আগারগাও থানার ওসি আজহারুল ইসলাম খান - পুলিশ কমিশনার ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা
৭ কিলোবাইট (২৩৮টি শব্দ) - ১৯:৫০, ২ ডিসেম্বর ২০২১
দরজার ওপাশে
রক্ষার ব্যবস্থা করার জন্য হিমুকে অনুরোধ করে। মোহাম্মদ সিরাজুল করিম - পুলিশের ওসি পদে কর্মরত , তার স্ত্রী রানু মৃত্যুপথযাত্রী। যূথী - রফিকের স্ত্রী। জহির -
৭ কিলোবাইট (২০৯টি শব্দ) - ১৩:৩৪, ১৫ জানুয়ারি ২০২২
চুয়াডাঙ্গা সদর থানা
চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, বর্তমানে এই থানার অফিয়ার ইন চার্জ (ওসি) হলেন মহাম্মদ মহসিন পিপিএম। ১৭৭২ সালের চুয়াডাঙ্গা সদর থানা প্রতিষ্ঠিত হয়।
৫ কিলোবাইট (৯৪টি শব্দ) - ১৬:৩৫, ২১ ডিসেম্বর ২০২১
দাঙ্গা (১৯৯২-এর চলচ্চিত্র)
সুত্র: উকিপিডিয়া
অফিসার ইনচার্জ(ওসি),
ওসি প্রদীপ দাশ কীভাবে প্রবল ক্ষমতাশালী হয়ে,
ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি,
ওসি প্রদীপ গং আত্মস্বীকৃত শিক্ষিত খুনি,
পুলিশে 'ওসি 'র পুরো রূপ কী?,
ওসি পদটির নাম পরিবর্তন করা উচিৎ,
ওসি এর পূর্ণরূপ,
সকল থানার ওসির নতুন নাম্বার,
ওসি পুলিশ,
লোহাগাড়া থানার ওসির নাম্বার,
ফরিদগঞ্জ থানার ওসি,
#oc_kaligonj_satkhira
Информация по комментариям в разработке