ঘুমের ঘোরে song

Описание к видео ঘুমের ঘোরে song

Birthday special song

Title: ঘুমের ঘোরে (In the Depths of Sleep)

Verse 1:
ঘুমের ঘোরে ভেসে যাই,
আলোছায়ায় ঢেকে যায়,
স্বপ্ন জুড়ে রাত্রি গান,
মৃত্যুর পথে মানহীন প্রাণ।

Chorus:
ঘুমের অন্ধকারে, কে ডাকে আমায়?
অজানা ছায়া, সত্য মিথ্যের খেলা,
এই ঘুম কি শেষ হবে?
নাকি যাত্রা শুরু নির্জীব রাত্রিতে?

Verse 2:
মন তো হারায় অন্ধকারে,
ভয় ও মায়া একাকার করে,
চোখের পাতায় খোঁজে মুক্তি,
আলোর শেষে অমরukti।

Chorus:
ঘুমের অন্ধকারে, কে ডাকে আমায়?
স্বপ্নের ভাঁজে, কে বোঝে তার কথা?
এই ঘুম কি শেষ হবে?
নাকি হারিয়ে যাব চিরকালের মতো?

Bridge:
সময় থেমে গেছে, ঘুম আর জাগরণ,
এই জীবন কি বাস্তব, না শুধুই এক ছলনা?
মনের আয়নায় ভয় জমে থাকে,
ঘুমের ঘোরে হারিয়ে যাওয়া ঠিক?

Chorus (Outro):
ঘুমের অন্ধকারে, কে ডাকে আমায়?
স্বপ্ন ভাঙা দোল, সময় থামছে না আর,
এই ঘুম কি শেষ হবে?
নাকি জাগরণে ফিরে পাবো আমি?

Комментарии

Информация по комментариям в разработке