🌺জয়🌺মা🪷তারা🌺 কালি🙏

Описание к видео 🌺জয়🌺মা🪷তারা🌺 কালি🙏

#তারাপীঠ🙏🪷🌺
#জয় মা তারা
#বীরভূম🪷🙏🌺🙏🌾
#রামপুরহাট #তারাপীঠ🙏🌾🙏
প্রতিষ্ঠাতা রাজা রামজীবন চৌধুরী রামচন্দ্র চৌধুরী মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়
সরকার🙏🪷
শাসক তারাপীঠ মন্দির কমিটি🪷🪷🪷🙏🙏
🙏সভাপতি তারাময় মুখোপাধ্যায়
#subscribe #travel #minivlog #Birbhumtour🙏🪷
#Redsoil🙏🙏
#Land of God🌿🙏🌺🪷
#শান্তি ফিরুক🙏🌾
#Religious🪷
#festival 🙏🌿
#জয় মা কালী 🙏🌺🪷
#subscribe my channel💝💝💝💝💝😊😊😊



🪷🌺🌾🪷হিন্দু পুরাণ অনুসারে,🪷🌾🌾🪷 শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। 🪷🙏তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। 🌾🪷🌾🪷🌿🪷🌿তারাপীঠকেও ৫১টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পুব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ🌾🪷🌾🌾🪷🌿🪷। তবে তারাপীঠের
কথিত আছে, সাধক বশিষ্ঠ দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমূলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। 🪷🌿🪷🌿🌿🪷তবে, সে দিনের শিমূল গাছ আজ আর নেই। 🌊খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খাল। জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা।🙏🪷🌺 ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাক্ষ্যাপা।🌾🪷🌿🪷🌿🪷🌿
তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধন পীঠ বা সিদ্ধপীঠ জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ।🪷🌺 এখানে দেবী উগ্রতাঁরার শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে। 🪷🌾🪷🌿🪷🌿🌿🪷তারাপীঠ ভা🙏🪷🌾🪷🌿🪷🌿🪷🌿রতের অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র ও তন্ত্রের অভীষ্ট স্থান।🙏🌾🪷🌾🪷🌿🌿🪷
ব্রাহ্মর মানসপুত্র বশিষ্টদেব সাধন ক্রিয়ার জন্য কামরূপে পাড়ি দেন কিন্তু কামরূপ রাজ্য কামাক্ষায় ম্লেচ্ছাচারে ক্রুদ্ধ হয়ে তিনি আসামদেশ ত্যাগ করেন। এরপর তিনি সাধন পদ্ধতির জন্য রাঢ় বাংলায় পাড়ি দেন। 🪷🌾🪷🌿🌿🪷🌿রাঢ়দেশে অন্তর্গত বক্রেশ্বরের ঈশান কোন অবস্থিত দ্বারকা নদীর পূর্ব তীরে শ্মশানে প্রতিষ্ঠিত এক পঞ্চমুন্ডির আসনে তিনি গভীর তপস্যায় বসেন এবং সিদ্ধিলাভ করেন। তিনি দেবী উগ্রতাঁরার মাতৃরূপ দর্শন করেন। পরে একই আসনে সিদ্ধিলাভ করেন সাধক বামাক্ষ্যাপা।🪷🌿🪷🌿🌿🪷🌿🪷

🪷🌾🪷🌿🪷উত্তরমুখী আটচালা মন্দিরটি লাল ইঁটে নির্মিত। এর ভিতের দেওয়াল বেশ মোটা। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে। 🪷🌾🪷🌿🪷🌿চারচালার ওপরে চার কোণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত।🙏🪷🪷 মন্দিরের চূড়ায় একটি তামার পত্তাকাসহ ত্রিশীল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশপথের মধ্য খিলানের ওপর দুর্গার প্রতিকৃতি রয়েছে।🌿🙏🌿🙏🌾🙏 উত্তরদিকে বামপাশের খিলানের ওপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, ভীষ্মের শরশয্যা, অশ্বত্থমা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে। মন্দিরের উত্তর ভিতের পূর্বদিকে সীতাহরণ🪷অকালবোধন,🌿রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিমদিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত। ১২ ফুট 🙏 ৬ ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবীমূর্তি সংস্থাপিত।🪷🌺🪷🪷🌺🪷🌺
শিবের একটি লীলাস্বরূপ শিশুরূপ হল সদ্যোজাত।🙏🌿🪷🌿🪷 সেই সদ্যোজাতকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তরমূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে🪷🌿🪷🌿🪷🌺🪷🌺🪷🌾🌾🌾। দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটিই দর্শন করে থাকেন।🪷🌿🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺 এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভূজা মুণ্ডমালাধারিণী এবং লোলজিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্যমুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত 🙏🌿🙏🌿🙏🪷 শাড়ি-জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা অবস্থায় থাকে। মূর্তির মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। মূর্তিটির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতেরা সেই সিঁদুরের টীকা পরিয়ে দেন দর্শনার্থীদের। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোল্কার বেদীতে দুটি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পূজা দেন। তারাদেবীর মূল মূর্তিটিকে "তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা" বলে অভিহিত করা হয়েছে।🙏🌿🙏🌿🙏🪷🌺🪷🪷🌺
সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও ৫১টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা পড়ায় দ্বারকা নদীর পুব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে 🙏🙏🌺🌺তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে
তারাপীঠ🙏🌺 সাধক বামাখেপার 🪷🪷🪷🪷🙏জন্যও বিখ্যাত, যারা অবধূত বা "পাগল সাধু" নামে পরিচিত, যারা মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে থাকতেন। তারাপীঠকে ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়🙏🌺🌺 যেখানে দেবী সতীর চক্ষুগোলক পড়েছিল বলে কথিত আছে।🌺🌺
তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়🌿🙏🌿🙏🪷🙏। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন🙏🌺🙏🪷। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির, হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়,🙏🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🌿🙏🌿🙏 তুমি যদি সৎ হও, তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আর্শীবাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। 🌺🌿🙏🌿🙏তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন।প্রাণীদের সাহায্য করার জন্য বিভিন্ন আকারে এবং অনেক রঙে প্রকাশ করে🌺তারার লাল রূপটি তার চুম্বকীয়করণ🌺পরাধীনতা এবং আকাঙ্ক্ষাকে আলোকিত কার্যকলাপে রূপান্তরের ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে ।পিঠা পশ্চিমবঙ্গে রয়েছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কালীঘাট🌺🙏বক্রেশ্বর। তারাপীঠ নামটির উৎপত্তি হয়েছে সতীর চোখের বলের 🌺🙏কারণে এখানে পড়েছিল। কিন্তু পুরাণ অনুসারে🙏তারাপীঠ কোনো সতীপীঠ নয়🌺 এটি একটি শক্তিপীঠ ।

এখানে মায়ের রং লাল,প্রাণীদের সাহায্য করার জন্য বিভিন্ন আকারে এবং অনেক রঙে প্রকাশ করে, তারার লাল রূপটি তার চুম্বকীয়করণ, পরাধীনতা এবং আকাঙ্ক্ষাকে আলোকিত কার্যকলাপে রূপান্তরের ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে ।

Комментарии

Информация по комментариям в разработке