পুরান ঢাকার জমকালো গায়ে হলুদ।

Описание к видео পুরান ঢাকার জমকালো গায়ে হলুদ।

আজ জাকিরের গায়ে হলুদ ছিল।
গায়ে হলুদ বাঙালিদের বহু প্রচলিত উৎসবের একটি। এটি মুলতঃ বিয়ে সম্পর্কিত একটি আচার যেটি বর ও কনে উভয় পক্ষ দ্বারা পালিত হয়। গায়ে হলুদে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণটি হলো কাঁচা হলুদ। বরপক্ষ বা কনেপক্ষের পক্ষ হতে অপরপক্ষের আয়োজিত অনুষ্ঠানে নানান উপহারসামগ্রী পাঠানো হয়ে থাকে এই অনুষ্ঠানে।[১] এই অনুষ্ঠানে সাধারণত যে পক্ষ আয়োজন করে থাকে তারাই উপস্থিত থাকে। অপর পক্ষেরও দু একজন অতিথি উপহার সামগ্রী নিয়ে এই আচারে যোগ দেন। অনুষ্ঠানে বর বা কনেকে একটি পাটির উপর বসানো হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই তার গালে বা হাতে হলুদ বাটা মাখিয়ে দেন। সাথে বর বা কনের সামনে রাখা মিষ্টি জাতীয় দ্রব্যাদির কিছু অংশ তাকে তুলে দেয়া হয়।

গায়ে হলুদে যে উপকরণগুলো সাধারণত ব্যবহার করা হয় তা হলো:

ডালা,
কুলা ,
হলুদের বাটি
পাটি,
বেতের মাছডালা,
মাছডালা,
ঢাকনা,
চন্দন,
পালকি,
সোহাগপুরি,
চন্দন তেল,
সোন্দা,
মেহেদি,
আপসান,
মেহেদির তোয়ালে,
হলুদের রম্নমাল।

#গায়েহলুদ
#গায়ে_হলুদের_ডিজে_গান
#গায়ে_হলুদের_নাচ
#গায়ে_হলুদ
#gayeholud_dance
#gayeholuddance

Комментарии

Информация по комментариям в разработке