উৎপাদন কি? উৎপাদনের উপকরণ কি? What is production?What is factors of production?|HSCEconomicsBCSC

Описание к видео উৎপাদন কি? উৎপাদনের উপকরণ কি? What is production?What is factors of production?|HSCEconomicsBCSC

এই ক্লাসটি দেখলে,
উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
বিভিন্ন অর্থনীতিবিদদের প্রদত্ত উৎপাদনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে।
উৎপাদনের উপকরণগুলো আলোচনা করতে পারবে।
উৎপাদন: যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়, তাকে উৎপাদন বলে।

বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে উৎপাদনের সংজ্ঞা দিয়েছেন।

অধ্যাপক ডানিয়েল বি. সুইটস্ – এর মতে, “উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে।”

অধ্যাপক মার্শালের মতে, “এ বস্তুজগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যউপযোগী করা যায়।”

অর্থনীতিবিদ ফ্রেসার বলেন, “যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়।”

অধ্যাপক কেয়ার্নক্রসের মতে, “ বিক্রির জন্য দ্রব্যসামগ্রীর উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকার্য প্রদান করা হয় তাই উৎপাদন।”

অতএব, উপরোক্ত সংজ্ঞা অনুসারে বলা যায়, বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে অর্থনীতিতে উৎপাদন বলে।

উৎপাদনের উপকরণ: কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাকর্ম প্রয়োজন, সেগুলোকে উৎপাদনের উপকরণ বলা হয়।

উৎপাদনের উপাদানসমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যথা:
১) ভূমি (Land)
২) শ্রম (Labour)
৩) মূলধন (Capital)
৪) সংগঠন (Organization)

১) ভূমি (Land) : সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদের সমষ্টিকে বোঝায়। যেমন: উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টি, পানি, বাতাস, সূর্য আলো, বনভূমি ইত্যাদি সম্পদ ভূমির অন্তর্গত। ভূমি হলো উৎপাদনের আদিম এবং মৌলিক উপাদান।

২) শ্রম (Labour) : ‘শ্রম’ বলতে সাধারণত শারীরিক পরিশ্রমকে বোঝায়। অর্থনীতিতে উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক ও মানসিক সব ধরনের পরিশ্রমকে শ্রম বলা হয়।

৩) মূলধন (Capital) : সাধারণ অর্থে মূলধন বলতে টাকা-পয়সা বা ব্যবসায়ে নিয়োজিত অর্থকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাকে বোঝায়।

৪) সংগঠন (Organization) : উৎপাদনের অপরাপর উপকরণ ভূমি, শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন ও নিয়োগ করার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা, তাকে সংগঠন বলে।


প্রযু্ক্তি (Technology) : উৎপাদনের চারটি উপকরণকে নিয়োগের মাধ্যমে সর্বাধিক পরিমাণ উৎপাদন লাভের উদ্দেশ্যে যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদনকার্যে উপকরণ নিযুক্ত করার কৌশলকে প্রযুক্তি বলে।

ইউটিউব আইডি :    / hsceconomicsbcsc  
ফেইসবুক আইডি: www.facebook.com/HSCEconomicsBCSC
ইমেইল আইডি: [email protected]
ধন্যবাদ

Комментарии

Информация по комментариям в разработке