তারানাথ তান্ত্রিক ও হাটশিমূল শশ্মানের আতঙ্ক | Taranath Tantrik | তন্ত্রনির্ভর গল্প | horror story

Описание к видео তারানাথ তান্ত্রিক ও হাটশিমূল শশ্মানের আতঙ্ক | Taranath Tantrik | তন্ত্রনির্ভর গল্প | horror story

STORY NAME (গল্পের নাম) :- তারানাথ তান্ত্রিক ও হাটশিমুল শশ্মানের আতঙ্ক

DATE OF PUBLISHING :-18/04/24

Writer - Pradip Mukhopaddhay

CAST NAME:-

শুভ ( shuvo)
বুবাই ( Bubai)
শিল্পা ( Shilpa)
অনিকেত ( Aniket)
সৌভিক (Souvik)
সৌরভ ( Sourav)
শ্রীরূপ ( Srirup)



POSTER & CALLIGRAPHY:- আকাশ ও দিলার

EDITING & SOUND DESIGNNING :- শিল্পা বর্ধন


হাটশিমুল গ্রামের দামোদর নদে মাছ ধরতে গিয়ে বিরাট ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হচ্ছিল সেই গ্রামের সাধারন জেলেদের । নদী থেকে মাছ ধরার পর একটা খুব ভয়ঙ্কর কারনে তারা ফিরে আসতে পারতেন না সেই নদ থেকে । গত কয়েক মাস ধরে সেখানে রয়েছে এক প্রেত আর সেই প্রেতের কারনেই তারা নৌকা নিয়ে আর বাড়ি ফিরে আসতে পারতেন না । যদিও বা কেউ কোনরকমে সেই জায়গা থেকে নিজের প্রাণ বাঁচিয়ে নৌকা নিয়ে ফিরে আসতেন, কিন্তু ফিরে আসার পর আর কখনোই নৌকা নিয়ে ভয়ে সেই দামোদরের জলেই নামতেন না। কোনরকমে প্রান টুকু নিয়ে ফিরে এসে অন্য যা হোক কাজ করে পেট চালাতেন নিজের ও পরিবারের। কিন্তু সেই জলে আর নামবার মতন সাহস তাদের থাকতো না । আর যারা ফিরে আসতে পারতেন না ,তাদের সেই গ্রামের লোক মৃত বলেই ধরে নিত । ভয়ের কারনে আর সেই গ্রামের লোক খুজতেও যেত না তাদের । গ্রামের মানুষেরা কেউ যদি এমনি কারনে বা সেই প্রেতের কারনেই হোক ,কেউ যদি মারা যেত , তবে সেই মৃত দেহ কে শ্মশানে নিয়ে যাওয়ার ক্ষমতা বা ইচ্ছা তাদের মনে জাগত না । কারন তারা জানতো যে ,সেই শ্মশানে গেলে তাদের মৃত্যু অনিবার্য । অনেক দিন পর আবার একবার ওই গ্রামের এক জেলে সেই দামোদর নদে মাছ ধরতে গিয়ে আবারো সেই একই বিপদের সন্মুখিন হয়। মাছ ধরতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি দেখে সেই গ্রামের লোক তাকে মৃত বলে ধরে নিয়ে তার শেষকৃত্যের কাজ করছে সামনের গ্রাম লাগোয়া একটা পাড়ে ওই দামোদর নদের তীরে । শেষকৃত্যের কাজ বলতে… যে নিখোঁজ হয়েছে ,সেই নিখোঁজ বাক্তিকে মৃত ধরে নিয়ে, সেই মৃত বাক্তির ব্যবহার করা কোন কাপড় বা জামা কে একটা খরের উপর বেঁধে , সেটাকে নিজেদের বাড়ি ঘর থেকে দূরে একটা চড়ে কয়েকটা কাঠ দিয়ে দাহ করতো । ঠিক একইভাবেই তারা আগের নিখোঁজ হয়ে যাওয়া লোকেদেরকে মৃত মনে করে তাদের সাথেও এই একই কাজ করেছে। প্রতিদিনের জীবন যাপন তাদের যেমনই হোক , কেউ কি চায় তাদের গ্রামের লোকেদের বা নিজেদের আত্মীয়দের সাথে এমন ঘটনা ঘটুক ? এইভাবে একের পর এক অতোগুলো লোককে নিখোঁজ হতে দেখে গ্রামবাসীরাও চায় কেউ একজন এসে যেন এই বিপদের হাত থেকে এই গোটা গ্রামকে উদ্ধার করেন । কিন্তু সেই লোক মানে, সেরকম ক্ষমতা যুক্ত মানুষ কি আদেও আছে ? হাটশিমুল ও তার আশেপাশের গ্রামের মানুষ প্রতিদিন উপরওয়ালার কাছে মানত করেন যেন তাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে তিনি কাওকে পাঠিয়ে দেন । সেই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচতে…বাঁচতে আজ গ্রামটা প্রায় পুরুষ হীন হয়ে পরেছে । আর যারা কয়েকজন বেঁচে আছে, তারাও আর যেতে চায় না ঐ নদে । কিন্তু ওই পেটের তাগিদে তাদের ইচ্ছে না থাকলেও যেতে হচ্ছে ওই নদে আর তার ফলে তারা অকালে মারা পরছে সেই প্রেতের হাতে । মধু সুন্দরী দেবী ও কাল ভৈরবের কৃপাধন্য, তারানাথ তান্ত্রিক কি পারবে এই প্রেতের হাত থেকে ওই পুরো গ্রাম কে বাঁচাতে?
জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লেখক প্রদীপ মুখোপাধ্যায়ের লেখা "তারানাথ তান্ত্রিক ও হাটশিমূল শশ্মানের আতঙ্ক"।


আপনাদের feedback জানাতে পারেন আমাদের official facebook page এ

https://www.facebook.com/Bongoporicho...

আপনারা আমাদের মেইল আইডিতে মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন -

[email protected]


©️This content is copyrighted to Bongo porichoy. Use or commercial display or editing of the content without proper authorization is not allowed.


#sundaysuspense #sundaysuspensetaranath #tantrik #tantrikergolpo #taranath #taranathtantrik #তারানাথ #তারানাথতান্ত্রিক

Комментарии

Информация по комментариям в разработке