বাড়িতে বসেই পেয়ে যাবেন এই সমস্ত ধরনের গাছ ও টব, গাছের খাবার থেকে শুরু করে সব কিছু/Online nursery/

Описание к видео বাড়িতে বসেই পেয়ে যাবেন এই সমস্ত ধরনের গাছ ও টব, গাছের খাবার থেকে শুরু করে সব কিছু/Online nursery/

#online_nursery_visit

8130413387 👈👈 এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের অর্ডারগুলো করে দিতে পারেন নার্সারিতে গিয়েও গাছ কিনে আনতে পারেন আবার আপনি বাড়িতে বসে অর্ডার করলে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

আপনার যদি গাছ খারাপ হয় তাহলে রিটার্ন এর ব্যবস্থা করা আছে কাজ মরে গেলে পরে আবার নতুন করে গাছ আপনাকে দিয়ে দেবে, তবে মাঝখানে কিছুটা শর্ত আছে সেই শর্ত পূরণ করতে হবে ওদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা টা ঠিক রাখতে হবে আপনাদের।

সম্পূর্ণ ভিডিওটি দেখলে কি দাম গাছের যাচ্ছে সেটাও জানতে পারবেন। খুব ভালো মানের গাছ এখানে গেলে পাবেন বা বাড়িতে বসেই পাবেন গাছ কেনার আগে আপনাকে ছবি পাঠানো হবে সেই গুলো দেখে আপনাকে সিলেক্ট করতে হবে।

গাছ ছাড়াও গাছের সমস্ত ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখান থেকে সবকিছু ভিডিওতে দেখানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি ফলো করেন তাহলে সবকিছু বুঝতে পারবেন সেরামিক টপ প্লাস্টিকের টব মাটির টব কোকোপিট ভার্মি কম্পোস্ট সহ সবকিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে।

ভালো জায়গার খোঁজ সব সময় আপনাদের দিয়ে থাকি কোনো রকম অসুবিধা যাতে না হয় বাগান করতে সবকিছু আপনাদের বলার চেষ্টা করি।
এখান থেকে গাছ নিলে আশা করব আপনাদের কোনো রকম অসুবিধা হবেনা বাগান করার ক্ষেত্রে।

Комментарии

Информация по комментариям в разработке