BANDARBAN FULL TRIP । বান্দরবান ভ্রমণ

Описание к видео BANDARBAN FULL TRIP । বান্দরবান ভ্রমণ

BANDARBAN FULL TRIP । বান্দরবান ভ্রমণ

বান্দরবান, বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহারের বুক চিরে তৈরি হওয়া পাহারি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি, নীলাচলের মত অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন পুর একটি দিন। এছাড়াও দেখাব বান্দরবানের অন্যতম একটি পর্যটন কেন্দ্র মেঘলা, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান স্বর্ণ মন্দির ও শৈলপ্রপাত ঝর্ণার আসল সৌন্দর্য।

দিগন্ত জোড়া সবুজপাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্ঠা করছি বান্দরবান শহর ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান গুলোর আসল সৌন্দর্য এবং দেয়ার চেষ্ঠা করেছি বান্দরবান শহর ভ্রমণের একটি সম্পূর্ন ভ্রমণ গাইড লাইন।

বান্দরবান ভ্রমণে যে সকল দর্শনীয় স্থান ঘুরে দেখবেন,
১। নীলগিরি
২। নীলাচল
৩। মেঘলা পর্যটন কমপ্লেক্স
৪। স্বর্ণ মন্দির
৫। টাইটেনিক ভিউ পয়েন্ট
৬। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
৭। শৈলপ্রপাত ঝর্ণার
৮। সাঙ্গু নদী

খরচ,
১। ঢাকা থেকে বান্দরবানঃ ৯০০ টাকা
২। সিএনজিঃ ২০০০/২৫০০ টাকা
৩। নীলগিরি প্রবেশ মূল্যঃ ১০০ টাকা
৪। সিএনজি পার্কিং ফিঃ ১০০ টাকা
৫। মেঘলা প্রবেশ মূল্যঃ ৫০ টাকা
৬। নীলাচল প্রবেশ মূল্যঃ ৫০ টাকা
৭। নীলাচল রোড ট্যাক্সঃ ৫০/৬০ টাকা
৮। সকাল+দপুর+রাতের খাবারঃ ৩৫০ টাকা
৯। বান্দরবান থেকে ঢাকাঃ ৯০০ টাকা

"বান্দরবান শহর ও তার আশেপাশেই বেশ কিছু হোটেল ও রিসোর্ট গুলোর রয়েছে। বান্দরবান শহরে থাকার জন্যে যে সকল হোটেল ও রিসোর্ট রয়েছে তার মধ্যে:

হোটেল হিল ভিউ : বান্দরবান শহরের বাস স্ট্যান্ড এর পাশেই। ভাড়া ১০০০ থেকে ২৫০০ টাকা।
হোটেল হিলটন : বান্দরবান শহরের বাস স্ট্যান্ড এর কাছেই। ভাড়া ১২০০ থেকে ৩৫০০ টাকা।
হোটেল প্লাজা : বাস স্ট্যান্ড থেকে ৫মিনিট হাঁটা দূরত্বে। ভাড়া ৮০০ থেকে ৩০০০ টাকা।
রিভার ভিউ : শহরের সাঙ্গু নদীর তীর ঘেষে হোটেলটির অবস্থান। ভাড়া ৬০০ থেকে ২০০০ টাকা।
পর্যটন মোটেল : পাহাড় ও লেকের পাশেই অবস্থিত। শহর থেকে ৪ কি:মি: দুরে মেঘলায় অবস্থিত। ভাড়া ১২০০ থেকে ২৫০০ টাকা।

এছাড়া সাইরু রিসোর্ট সহ আরও বেশ কিছু সুন্দর রিসোর্ট রয়েছে বান্দরবানে। বান্দরবানের সবচেয়ে সুন্দর হোটেল ও রিসোর্ট নিয়ে আমাদের ভিডিও রিভিউ গাইড দেখুন ইউটিউবে বান্দরবানের সেরা ১০ রিসোর্ট অথবা পড়ে নিন বান্দরবানের সকল হোটেল রিসোর্ট লিস্ট।

খাবেন কোথায়
বান্দরবান শহরে খাওয়ার জন্যে রয়েছে বেশি কিছু রেস্তোরা, তার মধ্যে তাজিং ডং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্টুরেন্ট, রুপসী বাংলা রেস্টুরেন্ট, রী সং সং, কলাপাতা রেস্টুরেন্ট ইত্যাদি।"

#Mirinja_Valley_Resort​ & Restaurant, Lama, Bandarban ,জুমঘর ও তাবু বুকিং নম্বর- 01881696862
#Thanchi_Resort​ থানচি কুঠির।
থানচি কুঠিরের নাম্বার 01841131177


bandarban
bandarban tour
bandarban tourist spot
bandarban travel vlog
bandarban tour guide
bandarban tour cost
bandarban city tour
bandarban travel guide
dhaka to bandarban tour
bandarban resort
bandarban vlog
bandarban tour plan
bandarban tourist places
bandarban city trip
bandarban hotel price
bandarban meghla
nilgiri bandarban
bandarban bangladesh
bandarban nilgiri
nilgiri
nilachal
bandarban tour 2024
bandarban tour cost 2024
bandarban tour 2 days 1 night
বান্দরবান
বান্দরবান ভ্রমণ
বান্দরবান নীলগিরি নীলাচল
বান্দরবান হোটেল ভাড়া
বান্দরবান নীলগিরি
বান্দরবান নীলাচল
বান্দরবান ট্যুর
বান্দরবান ট্যুর প্ল্যান
বান্দরবান ট্যুর ২০২৪
বান্দরবান ট্যুর গাইড
বান্দরবান সিটি ট্যুর
বান্দরবান একদিনের ট্যুর
বান্দরবান ডে ট্যুর
২ দিনের বান্দরবান ট্যুর
বান্দরবান ভ্রমণ গাইড
বান্দরবান দর্শনীয় স্থান
বান্দরবান ভ্রমণ খরচ
কম খরচে বান্দরবান শহর ভ্রমণের সবকিছু
বান্দরবানের দর্শনীয় স্থান ভ্রমণ গাইড
বান্দরবান শহর ভ্রমণের সবকিছু এক ভিডিওতে
বান্দরবান হোটেল ভাড়া
বান্দরবান ভ্রমণ স্থান
একদিনে বান্দরবান ভ্রমণ
বান্দরবান নীলগির
বান্দরবান মেঘলা
মেঘলা বান্দরবান
বান্দরবন ট্যুর
নীলাচল

Комментарии

Информация по комментариям в разработке