ইটনা ভ্রমণ | কিশোরগঞ্জের হাওর | মুলদাইর বিলের দেশি মাছ | বিল ভ্রমণ | নৌকা ভ্রমণ | Vlog-13

Описание к видео ইটনা ভ্রমণ | কিশোরগঞ্জের হাওর | মুলদাইর বিলের দেশি মাছ | বিল ভ্রমণ | নৌকা ভ্রমণ | Vlog-13

Maverick Mithun | M Square | Debasis Mithun | Travel Vlog

কিশোরগঞ্জ ভ্রমণ :    • কিশোরগঞ্জ শহরের সব ঐতিহাসিক ও দর্শনীয়...  
মেঘালয় ভ্রমণ :    • Meghalaya Tour 2022  
মিঠামইন ও অষ্টগ্রাম ভ্রমণ :    • মিঠামইন ও অষ্টগ্রামের সব দর্শনীয় স্থা...  
ছাতিরচর ভ্রমণ :    • নিকলী ছাতিরচর | ঘুরে আসুন নিকলী ছাতির...  
বাকৃবি ভ্রমণ :    • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভ্রমণ | ...  
সত্যজিৎ রায়ের বাড়ি :    • সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি | Ancestral ...  
ধলা জমিদার বাড়ি :    • ধলা জমিদার বাড়ি | Dhola Jamidar Bari|...  
হিজলযানী হাওর :    • হিজলযানী হাওর | Hijaljani Haor | মারহ...  
মওসমাই কেইভ :    • Mawsmai Cave, Cherrapunji | মওসমাই গু...  
বড় হাওড় :    • বড় হাওর নিকলী | Boro Haor Nikli | এনা...  
GoPro Action Camera Unboxing :    • GoPro Hero 11 Black Bundle & Accessor...  
=================================

অষ্টগ্রাম ও মিঠামইন ভ্রমণ :    • মিঠামইন ও অষ্টগ্রামের সব দর্শনীয় স্থা...  

হাওরে রাত্রি যাপন।
ইটনা হাওর ভ্রমণ।
হাওর ভ্রমণ ২০২৩।

২০২৩ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ সকালে কিশোরগঞ্জের শহীদি মসজিদের সামনে থেকে সিএনজিতে করে রওনা হলাম চামটা ঘাটের দিকে। যদিও স্থানীয় লোকজন চামটা ঘাটকে চামরাঘাট বলে ডাকে।
আমাদের গন্তব্য ছিল রমনাথপুর গ্রামের মুলদাইর বিল। ছোট ভাই রনির গ্রামের বাড়ির খুব কাছাকাছি একটা জায়গা। এই মুলদাইর বিলটি রনির বাবা এবং কাকারা এবছর ডাকে পেয়েছে। পুরো শীতকাল ধরে তারা বিল থেকে মাছ ধরবে এবং সেগুলোকে বিক্রি করবে।
চামটা ঘাট থেকে রমনাথপুর যাবার প্রথম ট্রলারটি ছাড়ে সাড়ে দশটায়। পরবর্তী ট্রলারটি ছাড়ে সাড়ে বারোটায়।আমাদের লক্ষ্য ছিল প্রথম ট্রলারটিতে উঠবো। কিন্তু আমাদের সিএনজিতে উঠতে উঠতে সকাল ৯:৪৫ বেজে গিয়েছিল। টেনশন করতে করতে চামড়াঘাট এসে দেখি ঘড়িতে বাজে সকাল ১০:৪০। জলদি ট্রলার ঘাটে এসে দেখি সাড়ে দশটার ট্রলারটি সবে মাত্র ছেড়েছে। রনির ডাকে ট্রলারটি আবার তীরে ভীরে এবং আমাদেরকে তুলে নেয়। অর্থাৎ আমরা সাড়ে দশটার ট্রলারটিতে উঠতে সক্ষম হই। চামড়া ঘাট থেকে রমনাথপুর যেতে আমাদের মোট সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এ লম্বা ভ্রমণে আমি যা যা উপভোগ করে তার সবকিছুই ভিডিওতে থাকলো। আমরা রমনাথপুর পৌঁছাই বেলা ২:১০ এ। রমনাথপুর পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রনির বাবা সেখানকার একটি ট্রলি গাড়ি আমাদের জন্য পাঠান। আমরা ট্রলি গাড়ি করে মুলদাইর বিল পাড়ে পৌছাই। সেখানে পৌঁছেই কিছুক্ষণ ঘুরাঘুরি করে দুপুরের খাবার খাই। দুপুরের খাবারে আমরা খাই ভাত, সরপুটি মাছের ভাজা, আইর মাছের তরকারি, বেলে মাছের শুটকি ও এবং ডাল। দুপুরের খাবার খেয়ে আমরা বিল ভ্রমণে বের হই। বিল ভ্রমণে গিয়ে আমরা দেখতে পাই পানকৌড়ি আর বক পাখি। আরো দেখতে পাই বিলপাড়ের জেলেরা মাছ ধরে ফিরছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরাও বিলপাড়ে চলে আসি। এসে দেখতে পাই জেলেরা সরপুটি মাছ, পাবদা, গুলশা, কালবাউশ, শোল মাছ, ফুটকা মাছ, চান্দা মাছ, বোয়াল ও আইর মাছ ধরেছে। প্রথমে মাছগুলোকে নৌকা থেকে ক্য্যারটে করে বিল পারে একত্রে জরো করা হয়। তারপর মাছগুলোকে প্রজাতি ভেদে আলাদা আলাদা করা হয়। এরপর শুরু হয় মাছ বিক্রির পালা। দুইজন বেপারী এসে মাছগুলো ডাকে তুলেন। তারা দুইজন মিলে সবগুলো মাছ কিনে নেন। এর কিছুক্ষণ পর আমরা বিলপাড়ের আশেপাশে ঘুরতে বের হই। সন্ধ্যা আগ পর্যন্ত বিলপাড়ের আশপাশ ঘুরে আবার ফিরে আসি। ফিরে এসে দেখি আমরা বিলপাড়ের ঘর গুলোর সামনে দুইজন কৃষক অস্থায়ী তাঁবুর মতো একটি ঘর তৈরি করেছেন। তারা এখানে এসেছেন মূলত চাষের জন্য। তারা এখানে প্রায় এক সপ্তাহ থাকবেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা পূর্ণিমার চাঁদের জোসনা উপভোগ করি। প্রচন্ড ঠান্ডা বাতাসের জন্য আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। ঘরে ফিরে এসে দেখি আমাদের রাতের খাবার রেডি। রাতের খাবারে আমরা খাই সরপুটি মাছ ও পাবদা মাছের ভাজা, আইর মাছের তরকারি হাঁসের মাংস ও ডাল। রাত ১১ টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠি ৬:৩০ এ। উঠেই বাইরে গিয়ে সকালের বিল পাড়ের সৌন্দর্য উপভোগ করি। এর কিছুক্ষণের মধ্যেই জেলেরা ভোর রাতের মাছ ধরে ফিরে আসে। সকালে তারা যে মাছগুলো ধরেছে তার বেশির ভাগই চাপিলা মাছ। সাথে আরো ছিল পুটি ও কিছু বোয়াল মাছ।
এরপর শুরু হয় মাছ বিক্রির পালা। সকাল সাড়ে নয়টায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা
হই। রনির বাবা আগে থেকেই রমনাথপুর ঘাটে আমাদের জন্য একটি নৌকা ঠিক করে রেখেছিলেন। সেই নৌকা করে আমরা প্রথমে যাই ধনপুর বাজারে। ধনপুর বাজারে কিছুক্ষণ অপেক্ষা করে ১ম দিনের সেই যাত্রীবাহী ট্রলারে করে ফিরে আসি চামড়া ঘাটে । সেখান থেকে অটো রিজার্ভ করে চলে আসি বাসায়।
Email: [email protected]
Facebook:   / debasis.chakraborty.94  
Facebook Page:   / maverick.mithun1986  
Instagram:   / debasismithun   /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.

Комментарии

Информация по комментариям в разработке