তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা | শামসুর রাহমান | Shamsur Rahman's poem | ©thisissawrov

Описание к видео তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা | শামসুর রাহমান | Shamsur Rahman's poem | ©thisissawrov

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তিনি শ্রেষ্ঠ কবি হিসেবে অভিষিক্ত। মুক্তিযুদ্ধকে নিয়ে তার রচিত দুটি কবিতা কালজয়ী হিসেবে স্বীকৃত, যা এখনও আমাদের মুখে মুখে ফিরে। এর মধ্যে একটি কবিতা 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা'।

আজ মহান বিজয় দিবস। যার জন্যে প্রতীক্ষা করেছিল কত সাকিনা বিবি, কত হরিদাসী, মোল্লা বাড়ির বিধবা, সগীর আলী, মতলব মিয়া, রোস্তম শেখ, রাইফেল কাঁধে ঘুরে বেড়ানো সেই তেজী তরুণ। এমনকি প্রতীক্ষায় ছিলেন কবি নিজে।
সেই মহান বিজয়ের দিনে কবিতাটি পঠিত।

#swadhinata #shamsur_rahman #victory_day

Комментарии

Информация по комментариям в разработке