Viva And Preliminary Medical Preparation For BMA L/C Army Officer । অফিসার ক্যাডেট এর প্রস্তুতি

Описание к видео Viva And Preliminary Medical Preparation For BMA L/C Army Officer । অফিসার ক্যাডেট এর প্রস্তুতি

সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট ভর্তি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি। ৯২তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যারা আবেদন করেছ তাদের প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ২৯ অক্টোবর ২০২৩ হতে ০৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। যারা আবেদন করেছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ।
Medical and viva for bangladesh army long course officer . important guide line for long course army officer
বাংলাদেশ সেনাবাহিনী বিএমএ লং কোর্সের নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে।
➡১. প্রথমে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরিক্ষা। প্রিলিমিনারি পরিক্ষা দুটি ভাগে বিভক্ত।

▶ক. প্রাথমিক মেডিকেল টেষ্ট।
▶খ. মৌখিক পরিক্ষা।
প্রিলিমিনারি পরিক্ষায় প্রথমে হয় মেডিকেল টেষ্ট। যে সকল প্রার্থী মেডিকেল টেষ্ট এ উত্তীর্ণ হয়, তারা পরবর্তীতে অংশ নেয় ভাইভা পরিক্ষায়।
➡ভাইভা পরিক্ষায় যারা উত্তীর্ণ হয়, সেসকল পরিক্ষার্থীরা পরবর্তীতে অংশ নেয় লিখিত পরিক্ষায়।
➡রিটেন পরিক্ষায় যারা পাশ করে তারাই অংশ নেয় ISSB পরিক্ষায়।

⭐লিখিত পরিক্ষা ১০০ নাম্বারের ৪টি সাব্জেক্টের উপর অনুষ্ঠিত হয়ে থাকেঃ
▶বাংলা
▶ইংরেজি
▶গনিত
▶সাধারণজ্ঞান
🔺লিখিত পরিক্ষায় পাশ মার্ক ৪০।

🔵 🅾 ডিফেন্স সংক্রান্ত সকল আপডেট পেতে আপনার ও আপনার প্রিয়জনের প্রয়োজনেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
#bdarmy #armyjob2023 #armyjobcicular #joinbdarmy #cadets #military #army_training_video

Комментарии

Информация по комментариям в разработке