এই গ্রামের সকল মানুষ ভিক্ষা করেন || করুণ ও কঠিন বাস্তব জীবনযাপন || Gangasagar Begger Colony

Описание к видео এই গ্রামের সকল মানুষ ভিক্ষা করেন || করুণ ও কঠিন বাস্তব জীবনযাপন || Gangasagar Begger Colony

সুন্দরবনের সাগরদ্বীপের গঙ্গাসাগর একটি মহা পূণ্যের স্থান। এই গঙ্গাসাগরের কাছে গড়ে উঠেছে একটি ছোট্ট কলোনি বা পাড়া। গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের ঠিক পাশেই এই ছোট্ট পাড়া। যা গঙ্গাসাগরের ভিখারি পারা বা সুন্দরবনের ভিখারী পাড়া নামে পরিচিত।

এখানে যে মানুষগুলি বসবাস করেন তাদের নিজস্ব বাড়িঘর নেই। সরকারি জায়গায় রাস্তার পাশে এবং একটি ছোট্ট খালের পাশে যতটুকু জায়গা থাকে তাতেই হোগলা পাতা বা বাঁশ দিয়ে ত্রিপল দিয়ে ঘিরে ঘর করে এনারা রয়েছেন। জীবিকা বলতে শুধুমাত্র মন্দিরের ভিক্ষা করা বা পাড়ায় ভিক্ষা করা। কেউ কেউ আবার যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগর থেকে স্নান করে ফেরেন সেখানেও দাঁড়িয়ে থাকেন। মেরেকেটে দিনে আয় হয় ৫০ থেকে ১০০ টাকা। ভাগ্য খুব ভালো থাকলে ১৫০ য়াকা হয়।

এই সামান্য উপার্জনেই বেঁচে রয়েছে দীর্ঘ বছর ধরে এই মানুষগুলো। এনাদের কোথাও নিজস্ব জমি ছিল যার সমুদ্র এবং নদীর গর্ভে তলিয়ে গেছে। আবার কোথাও প্রকৃতির নিষ্ঠুর খেয়ালে বাধ্য হয়ে বসবাস করছেন এবং এই জীবিকাকেই অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আজকে এই সমস্ত মানুষগুলোর জীবন কাহিনী এই উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে থাকুন আশা করি ভালো লাগবে।

#Gangasagar
#Sundarban
#SagarIsland
#KapilMuniMandir
#seabeach
#beggercolony
#beggers
#travel
#travelwithrajesh

Комментарии

Информация по комментариям в разработке