গজল: ও দেশের ভাইরে
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ
এলবাম: তাইতো
Song: O Desher Vaire
Singer: Ainuddin Al Ajad
Album: Taito
শিল্পী: আইনুদ্দীন আল আজাদ এর সকল গজল লিরিক্স সহ এই চ্যানেলে Playlist আকারে পাবেন। ইনশাআল্লাহ।
গজলের লিরিক্স:
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
চারিদিকে শুনি শুধু নাই কিছু নাইরে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
পানির কলে পানি নাই,
তাতে কি আসে যায়;
বিদ্যুতের খবর নাই,
উন্নতির জোয়াড় বায়।
সেই জোয়াড়ে ভেসে ভেসে
দেশ গেল গোল্লায়রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
আইনের শাসন নাই,
অস্ত্রের অভাব নাই।
খুন করে ল্যাংরা বাবু,
রাতারাতি ছাড়াও পায়।
বিচারপতির বেতন আছে,
বিচার কোথাও নাই রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
জীবনের দাম নাই,
যুবকের কাম নাই।
বেকারের অভাব নাই,
নবাববাড়ীর নবাব নাই।
জবাব দিলে স্বভাব খারাপ
এইতো হলো দায়রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
পাম্পে তেল নাই,
আমাগো বেইল নাই।
কওয়ারো জায়গা নাই,
সওয়ারো কায়দা নাই।
শান্তি পেতে হলে,
দ্বীনের পথে আয়রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়েপাইরে?
আছে ভাই আছে আছে,
অনেক কিছুই আছে,
অফিসে ঘুষ আছে,
দেওয়ার মতো মানুষ আছে।
দূর্ণীতির শীর্ষে আছে,
আর কি মোরা চাইরে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
বাজারটা গরম আছে,
যাবেন না মাছের কাছে,
পেঁয়াজের ঝাঝ আছে,
মরিচের ঝাল বেড়েছে।
বাজারের আগুনেতে,
পুড়ে হবি ছাইরে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
মিথ্যার ঝুড়ি আছে,
নেতাদের ভূড়ি আছে,
ক্ষমতার গরম আছে,
আমলাদের কলম আছে।
হুজুর ঠান্ডা করতে আছে,
ইসলামের দোহাই রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
চারিদিকে শুনি শুধু নাই কিছু নাইরে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
শান্তি পেতে হলে দ্বীনের পথে আয়রে।
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
ও দেশের ভাইরে, বলনা কোথা যাইরে;
একটু শান্তি বল কোথায় গিয়ে পাইরে?
#islamic_song #islamic_gojol #bangla_gojol #gojol #song #new_gojol #new_song #naat #islamic_naat #nasheed #islamic_nasheed #nashid #islamic_nashid
#ইসলামিক_গান #ইসলামিক_গজল #ইসলামিক #ইসলামী_সংগীত #ইসলামিক_সংগীত #ইসলামীক #সংগীত #ইসলামিক_নাশীদ #ইসলামিক_নাশিদ #নাশিদ #নাশীদ #ইসলামীক_গান #ইসলামীক_গজল #গান #গজল #বাংলা #বাংলা_গান #বাংলা_গজল #নতুন_গজল #নতুন_গান #পুরাতন_গজল #পুরাতন_গান #আগের_গজল
Информация по комментариям в разработке