sibl ব্যাংক দিচ্ছে প্রবাসিদের অবিশ্বাস অফার// bank loan// প্রবাসীদের জন্য এসআইবিএলের গুচ্ছ প্রণোদনা

Описание к видео sibl ব্যাংক দিচ্ছে প্রবাসিদের অবিশ্বাস অফার// bank loan// প্রবাসীদের জন্য এসআইবিএলের গুচ্ছ প্রণোদনা

প্রবাসীদের জন্য এসআইবিএলের গুচ্ছ প্রণোদনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআইবিএলের মাধ্যমে প্রেরিত রেমিটেন্সের অর্থ ব্যবহার করে সংশ্লিষ্ট শাখায় মুদারাবা সঞ্চয়ী হিসাব খুললে বিদ্যমান মুনাফার হার হতে অতিরিক্ত ১ শতাংশ মুনাফা প্রদান করা হবে। একইভাবে মুদারাবা মেয়াদি আমানত হিসাব খুললে বিদ্যমান মুনাফা হার হতে অতিরিক্ত ০.৫০ শতাংশ মুনাফা প্রদান করা হবে। প্রবাসী কর্তৃক বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে এসআইবিএল হতে বিনিয়োগ সুবিধা নিলে সংশ্লিষ্ট বিনিয়োগ হিসাবে বিদ্যমান হারের চেয়ে ১ শতাংশ কম মুনাফা গ্রহণ করা হবে এবং নিয়মিতভাবে রেমিটেন্সের আয় হতে কিস্তি পরিশোধ করা হলে মুনাফার ১০ শতাংশ ফেরত দেওয়া হবে।

যে কোনো প্রবাসী দেশে ফিরে ব্যবসা করতে চাইলে ৩০ শতাংশ অর্থ রেমিটেন্সের সঞ্চয় হতে প্রদান করে বাকি ৭০ শতাংশ অর্থ এসআইবিএল হতে বিনিয়োগ নিতে পারবেন। যার ওপর চলতি হারের চেয়ে ১ শতাংশ কম মুনাফা গ্রহণ করা হবে। এছাড়াও কোনো প্রবাসী বাংলাদেশির মুদারাবা সঞ্চয়ী হিসাবে গড়ে প্রতি মাসে ১০ লাখ টাকা জমা থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে আসার টিকেট প্রদানসহ বাড়ি পৌঁছে দেওয়া এবং প্রতি মাসে ২৫ লাখ টাকা জমা থাকলে বিদেশ থেকে বাংলাদেশ বিমানে আসা যাওয়ার রিটার্ন টিকেট প্রদান করবে এসআইবিএল।

বৈধ পথে প্রবাসীদের যে কোনো পরিমাণ রেমিটেন্সের ওপর ব্যাংক দুই শতাংশ প্রণোদনা দিচ্ছে। সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী বিস্তৃত ১৬১টি শাখা, ৪০টি উপশাখা এবং ১৩৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স সেবা নিতে পারছেন।

Комментарии

Информация по комментариям в разработке