♦এক ভয়ংকর তথ্য♦
♥আবু হুরায়রাহ রাঃ এর গোপন ব্যাগের হাদিছ কি এগুলোই??♥
★জেনে নিন,১৪৫০বছর পুর্বেই বর্তমান রাষ্ট্র নেতাদের পরিচয় দিয়ে রেখেছেন, রছুল (ছাঃ)★
____________________
♦আছছালামু আলাইকুম ♦
বন্ধুরা প্রতিটি লাইন মনোযোগ সহকারে পড়ুন। অনুরোধ ক্রমে।
♦আমরা সবাই জানি, বর্তমান পৃথীবিতে যারা শাষক হিসেবে রয়েছে,, তাদের অধিকাংশ শাষকই ইসলাম বিরোধী,যাকে বলা চলে কাফির।
আবার অনেকে নামধারী মুসলিম, কিন্তু তাদের কর্মকান্ড প্রমান করে তারা মুশরিকের চেয়েও নিকৃষ্ট। তারা মুনাফিক শাষক।
আর আমরা প্রতিনিয়ত সেই সকল শাষকদের ঘৃনিত কর্মকান্ডের সাক্ষী হচ্ছি ও তাদের শোষনের শিকার হচ্ছি।
প্রায় মাসের অধিকাংশ দিন গুলোতে এসকল শাষক দের ইসলাম বিরোধি ও ইসলাম কে হাস্যকর বানাতে তাদের বলা বক্তব্য বা করা কর্মকান্ড সারা পৃথীবিতে সাড়া ফেলছে।
আর এই শাষকরা মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠেছে।আর বন্ধুত্ব রক্ষা করছে ইহুদী নাছারাদের সাথে।। আর আলেম সমাজের কিছু দালাল গন, তাদের পক্ষে ফতোয়া দিয়ে যাচ্ছে।
আর প্রকৃত আলেমগন যখন তাদের বিরোধিতা করছে,,,
তখনি তাদের কে রাষ্ট্র বিরোধি,/সন্ত্রাসী আক্ষ্যা দিয়ে করা হচ্ছে কারাবন্দি। আর কখনোবা মনমতো রায় এনে হত্যা করছে আলোমদের।
যাই হোক আমার এতোগুলো কথা বলার, একটাই কারন।
আর তা হলো এই যে বর্তমান বিশ্বের সব নামকরা ইহুদী - খ্রীষ্টান - হিন্দু ও নামধারী মুসলিম শাষকগন রয়েছেন,
আর তারা যে সকল ইসলাম বিরোধী ঘৃনীত কারবার গুলো করছে,,,তা ইতপুর্বের সকল বর্বরতা কে হার মানায়।
তাহলে এদের আগমনের কথা বা এদের লা'নত দিয়ে আল্লাহর রছুল (ছাঃ)- কি কোনো ভবিৎষ্যত বানি দিয়ে যায়নি???
__________________
♦অনেকের দাবী,, এসকল শয়তান শাষকদের আগমনের কথা মুহাম্মাদ (ছাঃ) অগ্রিম ভবিৎষ্যত বানি করেছেন।তা হাদিছে এসেছেও।
আবার অনেকে বলেন,,,, সেই সকল হাদিছের, অদিকাংশই হযরত আবু হুরায়রাহ (রাঃ)- বর্ননা করেছেন,,, কিন্তু তা তিনি গোপন রেখেছেন, তা সে যে কারনেই হোক।
যা বর্তমানে আবু হুরায়রাহ রাঃ এর গোপন ব্যাগের হাদিছ বলে পরিচিত।
অন্যদিকে, দেশের সুনামধন্য স্কলার,
♦মুফতী কাজী ইব্রাহিম♦
তার একটি লেকচারে তিনি বলেনঃ
"আমি নিজে হযরত আবু হুড়ায়রাহ (রা:)- এর সেই সকল হাদিছ গুলো পড়েছি। সেখানে ট্রাম্পের কথা উল্লেখ আছে। আরো অনেকের নাম আছে।বাংলাদেশেরও কারো কারো নাম আছে। কিন্তু তা এখন বলার উপায় নাই।"""
♦♦_________♦♦__________♦♦
যাই হোক,,তার এই বক্তব্যটা কিন্তু একেবারেই ফেলে দেবার নয়।
,,, আবার অন্যদিকে '"ক্বাসিদাহ "ও "আগামী কথন " পুথিমালা ২ টিতেও এ রকম ২-১ টা নাম পাওয়া যায়, যাদের সঙ্গা ও বর্নিত আলামতের কারনে,,
--তাদের কে বর্তমানে চিনতে কষ্টসাধ্য হয়না অনেকের কাছেই।
আবার একদল বলে যে, ক্বাসিদাহ ও আগামী কথনে ইচ্ছাকৃত ভাবে সে সকল ব্যাক্তিদের কে জনসম্মুখে খারাপ করার জন্য এসকল নামের ইঙ্গিত দেওয়া হয়েছে।
আসলে কোন বিতর্ক গ্রহনীয় আর কোনটা বর্জনীয় তা আমি হাদিছের আলোকেই প্রমান করবো ইংশাল্লাহ।
♦তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিছু অজানা, অথচ ভয়ংকর সত্য তথ্য।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
বন্ধুরা আমি আপনাদের কাছে এখন এমত তিনটি হাদিছ পেশ করবো,যা পড়ার পর হয়তো সবারই টনক নরে যাবে।তো চলুন একে একে হাদিছ ও তার ব্যাক্ষা জেনে নেইঃ
♥((১)) হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন---,আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি--
"অবশ্যই অবশ্যই পৃথিবি ততদিন ধবংস হবে না,যতদিন না মানুষ পাচটি শাষকের দেখা পাবে।
যারা আল্লাহর দ্বীনকে যুক্তি করে ধ্বংস করতে চাইবে। আর তারা পাচ শাষকই এক সাথে পৃথীবিতে উপস্থিত থাকবে।
আমি(আবু হুরায়রাহ) বললামঃ""হে আল্লার রাসূল (সাঃ)! সে পাচ জনের পরিচয় কী?
তিনি বললেনঃ
[1]তাদের এক জন এই প্রবিত্র ভুমিতে আসবে।যার নাম হবে আমার নামের মতো।(মুহাম্মাদ).
সে আরবের দ্বীনকে হাস্যকর বানাবে।আর অভিশাপ্ত জাতিকে বন্ধু বানাবে।
[2] দ্বিতীয় সে বিশ্ব শাষক হবে।আর মুসলমানদের নিয়ে ষড়যন্তে লিপ্ত থাকবে।
[3]তৃতীয় জন হিন্দুস্থানের বদশা,সে বন্ধু অঞ্চলের মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে।
[4].চতুর্থ জন,,- হিন্দুস্থানের দ্বীতিয় বাদশা।যে মুসমানদের হত্যার শপথ নিয়ে শাষন খমতায় যাবে।আর মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে পড়বে।
এবং [5] পঞ্চম -হলো,একজন নারী শাষাক,সে শাষন খমতা হাতে পেয়ে বা'আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে।আর মুশরিকদের বন্ধু রুপে গ্রহণ করবে।আর মুসশমানদের হত্যা করবে।
অথচ সে হবে মুসলমান।
তখন দেখবে সেখানকার দুর্গম অঞ্চলের এক দূর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্ত ঘটাবে এবং মুমিনদের বড় বিজয় আনবে।
(কিতাবুল আক্বিব,হাদিছঃ১৭২,
আখীরুজ্জামানা আল মাহদী ফিল আলামাতিল কিয়ামাহ,১৭৫)
____________________
হাদিছের ব্যাক্ষাঃ((১)) আল্লাহু আকবার! দেখুন আজ থেকে সারে ১৪ শত বছর পুর্বে বলা রছুল ছাঃ এর ভবিৎষ্যত বানি আজ বাস্তবে রুপ নিলো।
মুহাম্মাদ ছাঃ বলেছেন, ৫ জন শাষক আসবে। যারা যুক্তি করে ইসলাম কে ধ্বংস করতে চাইবে।
আর আল্লাহর রছুল ছাঃ তাদের পরিচয়ও দিয়েছেন।
Информация по комментариям в разработке