তাশাহুদ বা আত্তাহিয়্যাতু | আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু | Attahiyatu | Shuddho Bani
#Attahiyatu
#Shuddho_Bani
আসসালামু আলাইকুম ,
সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা ,
শুদ্ধ বাণী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম।
এই ভিডিওতে আপনি যা জানতে পারেনঃ
00:00 ফজিলত ( শুরুর কিছু কথা )।
01:07 সহি শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে পড়ার নিয়ম ।
এর ফজিলতঃ
তাশাহহুদ পড়ার বিশেষ ফজিলত
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামাজ পড়তাম; তখন বলতাম, ‘আসসালামু আলা জিবরিলা ওয়া মিকালা এবং আসসালামু আলা ফুলান ওয়া ফুলান’। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের দিকে তাকালেন এবং বললেন-
আল্লাহ নিজেই তো সালাম, তাই যখন তোমরা কেউ সালাত/নামাজ আদায় করবে, তখন সে যেন বলে-
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
কেননা, যখন তোমরা এটি বলবে তখন আসমান ও জমিনে থাকা আল্লাহর সব নেক বান্দার কাছে তা (শান্তি) পৌঁছে যাবে। আর এর সঙ্গে তোমরা (তাওহিদের কালেমার সাক্ষ্য) أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ এটিও পড়বে।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, বৈঠকে বসে পড়ার জন্য তাশাহহুদ জানা না থাকলে তা শিখে নেয়া। বাংলা উচ্চারণ ঠিকভাবে না পারলে কোনো আরবি জানা লোকের কাছ থেকে তা শিখে নেয়া। কেননা এতে রয়েছে আল্লাহ এবং বান্দার জন্য শান্তি ও রহমত কামনার দোয়া, যা না পড়লে বঞ্চিত হবে মুমিন।
Tag's:
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস্ সালাওয়াতু,তাশাহুদ আত্তাহিয়াতু,সূরা আত্তাহিয়াতু,তাশাহুদ অর্থ,learn tashahhud,tashahhud audio,tashahhud full,তাশাহুদ দোয়া,তাশাহুদ অডিও,নামাজ শিক্ষা,আত্তাহিয়াতু বাংলা উচ্চারণ,আত্তাহিয়্যাতুtashahhud dua,tashahhud bangla,tashahhud,tasahud bangla,tasahud,tashahhud in bangla,tashahhud in quran,tashahhud bangla lyrics,surah tashahhud,bangla durood sharif,bangla tashahhud,তাশাহুদ
আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত কুরআন শিক্ষার ভিডিওসহ বিভিন্ন সূরা,আয়াত বা দোয়া সহি শুদ্ধ করে পড়া মুখস্ত করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ ।
নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ।
যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন : 01315-011196 বিকাশ,রকেট, নগদ (পার্সোনাল)
Информация по комментариям в разработке