জয় মা লক্ষী পাঁচালী Sri Sri Lakshmi Panchali

Описание к видео জয় মা লক্ষী পাঁচালী Sri Sri Lakshmi Panchali

শ্রী শ্রী লক্ষী পাঁচালী Sri Sri Lakshmi Panchali
#heygopalkrishna #হরে #motivation #love

মা লক্ষ্মীর কল্যাণে লাভ করা যায় ধর্ম, কর্ম, অর্থ ও মোক্ষ। মায়ের আরাধনার সময়ে বাংলার ঘরে ঘরে রমনীরা তাঁকে ঘিরে যে সব লৌকিক কাহিনী পাঠ করে থাকেন, শুনে নিন সেই লক্ষ্মী পাঁচালি (Lakshmi Panchali)।

বাংলার অধকাংশ গৃহেই মা লক্ষ্মীর উপাসনা করা হয়। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তাঁর যে বিশেষ পুজো হয়, তাকে বলে কোজাগরী লক্ষ্মী পূজা। এছাড়া প্রতি বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষ্মীবারেও এই পূজা করা হয়। মা লক্ষ্মীকে ঘিরে বহু কাহিনী প্রচলিত আছে, এবং এই কাহিনীই পাঁচালি হিসেবে পূজার সময় পাঠ করা হয়। বলা হয় যে নারদ মুনি যখন লক্ষ্মী-নারায়ণের কাছে প্রার্থনা করে বলেন




মর্ত্যের অধিবাসীদের দুঃখকষ্টের কথা বললেন, তখন লক্ষ্মী জানালেন যে মানুষের নিজের কুকর্মের ফলই এই সবের কারণ। কিন্তু নারদের অনুরোধে তিনি মানুষের দুঃখ দূর করতে লক্ষ্মীব্রত প্রচার করতে মর্ত্যলোকে অবতীর্ণ হলেন। এদিকে অবন্তী নগরে ধনেশ্বর নামক এক ধনী বণিকের মৃত্যুর পর তাঁর ছেলেদের মধ্যে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে কলহ শুরু হতে ধনেশ্বরের বিধবা পত্নী অতিষ্ঠ হয়ে যখন আত্মহত্যা করতে বনে চলে গেলেন, তখন লক্ষ্মী তাঁকে লক্ষ্মীব্রত করার উপদেশ দিলেন ও গৃহে প্রত্যাবর্তন করতে বললেন। ধনেশ্বরের স্ত্রী ঘরে ফিরে পুত্রবধূদের দিয়ে লক্ষ্মীব্রত করাতেই সংসারের সব দুঃখ দূর হলো, এবং লক্ষ্মীব্রতের কথা জগতে প্রচারিত হল। তাই
চলে গেলেন, তখন লক্ষ্মী তাঁকে লক্ষ্মীব্রত করার উপদেশ দিলেন ও গৃহে প্রত্যাবর্তন করতে বললেন। ধনেশ্বরের স্ত্রী ঘরে ফিরে পুত্রবধূদের দিয়ে লক্ষ্মীব্রত করাতেই সংসারের সব দুঃখ দূর হলো, এবং লক্ষ্মীব্রতের কথা জগতে প্রচারিত হল। তাই শুনে নিন এই ব্রত, এবং জল ভর্তি ঘটে ও আম্রপল্লবে সিঁদুরের ফোটা দিয়ে, প্রদীপ ও ধূপ জ্বেলে পড়ুন এই মধুর পাঁচালি। এছাড়া মায়ের কৃপা লাভ করতে এড়িয়ে চলুন সংসারে খাদ্য ও অর্থের অপচয়।


Dharma, Karma, Money and Moksha can be gained by the welfare of Maa Lakshmi. Listen to Lakshmi Panchali, which is recited by Ramanis around her from house to house during the worship of mother.

of Bengal
joy ma lokhsmi

Комментарии

Информация по комментариям в разработке