সাগর তলের আগ্নেয়গিরি দেখতে কেমন ?

Описание к видео সাগর তলের আগ্নেয়গিরি দেখতে কেমন ?

ডাইভেনশন ম্যাগাজিন: https://trsp.link/DiventionAllEdition
কূপন কোড: KiKenoKivabe10

মহাবিশ্বের প্রেক্ষিতে আমাদের পৃথিবী একটি নীল গ্রহ। কারণ আমাদের পৃথিবীর প্রায় ৭০ শতাংশেরও বেশি অংশজুড়ে রয়েছে নীল সমুদ্র। মানুষ এখনও পর্যন্ত মহাকাশে যতকিছু আবিষ্কার করতে পেরেছে, সেই তুলনায় আমাদের বাসস্থান পৃথিবীর সমুদ্রের তলদেশ সম্পর্কে আমরা তেমন কিছুই জানি ন। ধারণা করা হয়, সমুদ্রের তলদেশের প্রায় ৯৫ ভাগ এলাকা সম্পর্কে এখনও পর্যন্ত মানুষের তেমন কোন ধারণাই নেই।
সমুদ্রের বিশাল জলরাশি তার আচ্ছাদনে লুকিয়ে রেখেছে নানান ভূতাত্ত্বিক বিস্ময়। উত্তাল এই জলরাশির নিচে রয়েছে প্রচন্ড চাপ, কোথাও উত্তপ্ত লাভা, কোথাও বা অদ্ভুত আকৃতির সব প্রাণী। সাগরের যত গভীরে যাওয়া যায়, ততই এমন সব দৃশ্যের দেখা মেলে; যা পৃথিবীর ভূতাত্ত্বিক বিষয় সম্পর্কে বিজ্ঞানীদের বহু বছরের জ্ঞানের ভিতকেও নাড়িয়ে দেয়।

সমুদ্রের গভীরে অন্ধকারে ডুবে থাকা নানা ধরনের ভূতাত্তিক রহস্য সম্পর্কে জানব কিকেনকিভাবে র এই পর্বে।

00:00 সূচনা
01:28 সামুদ্রিক আগ্নেয়গিরি
02:25 সি মাউন্ট
03:15 হাইড্রোথার্মাল ভেন্ট
04:42 কোল্ড সিপ
05:28 ব্রাইন পুল
06:25 সাগরের বিষ্ময়কর জগৎ
08:16 Divention ম্যাগাজিন


কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ:   / kikenokivabe  


💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔

💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/

⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।

⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।

⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।

CONTACT US:
✉ email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке