বাংলা ভাষা - অতুল প্রসাদ সেন (Bangla Vasha - Atul Prasad Sen) || Bidhan Chandra Roy

Описание к видео বাংলা ভাষা - অতুল প্রসাদ সেন (Bangla Vasha - Atul Prasad Sen) || Bidhan Chandra Roy

Recitation : Bidhan Chandra Roy
কবিতা বাংলা ভাষা
কবি অতুল প্রসাদ সেন
আবৃত্তি বিধান চন্দ্র রায়

অতুল প্রসাদ সেন বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম,পথিকৃৎ ও প্রবাদপুরুষ তিনি ! তিনি বাঙালির পঞ্চকবির অন্যতম একজন।✨

অতুলপ্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম।✨

কীর্তিমান এই সাহিত্যিক ও সঙ্গীতজন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। অতুলপ্রসাদের বাবার নাম রামপ্রসাদ সেন। ভাওয়ালের জমিদার কালীনারায়ণ গুপ্তের কন্যা হেমন্তশশীর পুত্র ছিলেন অতুলপ্রসাদ সেন।✨

তাঁর গানগুলি অতুল প্রসাদের গান নামে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত। অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তাঁর সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। তার সংগৃহিত গানের সংখ্যা ২০৮টি। এর মধ্যে মাত্র ৫০-৬০টি গান গীত হিসেবে প্রাধান্য পায়। ✨

তাঁর ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ গানটি বাংলাদেশের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়া উপলক্ষে ১৯১৩ সালে লেখা এই গানটিতে তিনি বাঙালি এবং বাংলা ভাষার প্রতি গভীর প্রেম ও শ্রদ্ধা নিবেদন করেন। ✨

অতুলপ্রসাদ তাঁর সমগ্র জীবনের উপার্জিত অর্থের বৃহদংশ স্থানীয় জনকল্যাণে ব্যয় করেন। বৃটিশ ভারতের লক্ষ্ণৌতে বসবাসকালে ১৯৩৪ সালের ২৬ আগস্ট তাঁর প্রয়াণ ঘটে। ✨

বিধান চন্দ্র রায় ☔️
১৬-০১-২০২২,ঢাকা।

Комментарии

Информация по комментариям в разработке