লোকে বলে আমার ঘরে- ক্বারী আমিরউদ্দিন।কন্ঠ- ঈশান।Loke bole amar ghore by Kari Amiruddin..cover- Ishan

Описание к видео লোকে বলে আমার ঘরে- ক্বারী আমিরউদ্দিন।কন্ঠ- ঈশান।Loke bole amar ghore by Kari Amiruddin..cover- Ishan

"লোকে বলে আমার ঘরে চাঁদ উঠেছে" গানটির পদকর্তা কিংবদন্তি বাউল ক্বারি আমিরউদ্দিন। বাংলা গানের জগতে উনার এমন এক কর্ম আছে, যা করে রেকর্ড করেছেন। তা হলো, উনার লেখা গান সংখ্যা ৫০০০ এর ওপর। অখণ্ড বাংলার বাউলকূলে সর্বাধিক পদ রচনাকারী তিনি।
প্রচলিত আছে, বাংলাদেশের ভাটি অঞ্চলের প্রতিটি ধূলিকণাও গান জানে। এ অঞ্চলে বাউলগানের ধারা ৩০০-৪০০ বছর ধরে বহমান, তার আগে প্রচলিত ছিল বৈষ্ণব পদাবলী। একসময় সৈয়দ শাহনূর, শীতালং ফকির, শেখ ভানু, হাছন রাজা, দ্বীনহীন, আরকুম শাহ'দের হাত ধরে সুফিগান, ফকিরি গান জনপ্রিয়তা পায় ময়মনসিংহ-সিলেট অঞ্চলে। বাউল রশিদউদ্দিনের হাত ধরে আসে মালজোড়া গান বা বিচারগান, এবং বিপুল জনপ্রিয়তা পায়। রশিদউদ্দিন, জালালউদ্দিন খাঁ, উকিল মুন্সী, কামালউদ্দিন, দূরবীন শাহ, সাত্তার মিয়া, শাহ আবদুল করিমদের মতো শক্তিমান পদকর্তাদের পর বাউলগানকে সমৃদ্ধ করতে এসেছেন ক্বারী আমিরউদ্দিন। দীর্ঘদিন ধরে লন্ডনপ্রবাসী হলেও বাংলাদেশে রয়েছে তাঁর বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।
গানটির বাণীর আবেদনকে চমৎকারভাবে কন্ঠে ফুটিয়েছে গায়ক ঈষান মজুমদার। ইস্ট-ওইয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ুয়া এই তরুণ ছায়ানট থেকে সংগীতের তালিম নিয়েছে। নানান রকম সংগীত নিয়ে নিরীক্ষণে সময় কাটে তার। বাংলা গানকে পৃথিবীর সর্বোচ্চ প্লাটফর্মে নিয়ে যাবার স্বপ্ন নিয়ে নিজের সাধনায় ব্রত আছে ঈশান।

Комментарии

Информация по комментариям в разработке