Does MEGAPIXELS really matter in Smartphones? Megapixel, Pixel Size, Sensor, 48 Vs 64MP Vs 108MP

Описание к видео Does MEGAPIXELS really matter in Smartphones? Megapixel, Pixel Size, Sensor, 48 Vs 64MP Vs 108MP

মেগাপিক্সেল মেগাপিক্সেল মেগাপিক্সেল।
সেই যে রেডমি নোট ৭ প্রথমবার আমাদেরকে ২৮ মেগাপিক্সেলের একটি মুলা ঝুলিয়ে দিয়েছিলো তারপর থেকে সেই মুলার পেছনে আমরা ছুটতেই আছি, ছুটতেই আছি । ৪৮ থেকে ৬৪ , তারপর ১০৮ । কিন্তু এই মেগাপিক্সেলের শেষ কোথায় ?

শুধু কি মেগাপিক্সেল দিয়ে ভালো ছবি তোলা যায় ?

কখনোই না । একটি ভালো ছবির পেছনে অনেক কিছু নির্ভর করে । আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো ।

প্রথমে আমরা জেনে নেই ফটোগ্রাফ্রি জিনিসটা কি ?

আমরা সবাই জানি কোন বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়লে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই । এবং প্রতিটি বস্তু সে নিজে যে রঙয়ের সেই রঙ প্রতিফলিত করে এবং বাকি রঙগুলো চুষে নেই বা শোষন করে । সবুজ আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন সবুজ রঙ দেখি । ক্যামেরার ক্ষেত্রেও একই বিষয় ।

ক্যামেরার সেন্সরের উপরে যখন কোন আলো বা ফোটন কনা এসে পড়ে তখন সেখানে খুব অল্প বিদ্যুৎ তৈরি হয় । বিভিন্ন রঙের জন্যে বিভিন্ন মানের বিদ্যুৎ । এভাবে একটি বস্তু থেকে আগত বিভিন্ন ফোটন কণা বিশ্লেষণ করে একটি ছবির সৃষ্টি হয় ।

ভালো ছবি মানে আলো বা এই ফোটন কনাকে যতো ভালোভাবে এনালাইসিস করা যায় ততো ভালো ছবি । আসুন দেখি কিভাবে খুব সুন্দর করে আলোকে এনালাইসিস করা যায় ।

প্রথমত, প্রথমে আলোকে ক্যামেরার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে হবে । এইজন্যে ক্যামেরার প্রবেশদ্বার অর্থাৎ লেন্সকে খুব ভালো মানের হতে হবে ।

লেন্স হচ্ছে ক্যামেরার দরজা । দরজা কেমন, খোলা নাকি বন্ধ, কতোটুকু খোলা এইসব কিছু খুবই গুরুত্বপূর্ন ।

খুব ভালোমানের মোবাইলের জন্যে লেন্স তৈরি করে কার্ল জেইস লেন্স । যে সকল মোবাইলে জেইস লেন্স ব্যাবহার করে তাদের ছবির মান অন্যদের তুলনায় অনেক ভালো হয় । এই কারনে দেখবেন যে সকল মোবাইলের ক্যামেরায় জেইল লেন্স ব্যাবহার করা হয় তার বড় করে বিজ্ঞাপন দেয় যে তারা জেইস লেন্স ব্যাবহার করে ।

আবার কমদামী মোবাইলে প্লাস্টিকের লেন্স ব্যাবহার করে । ফলে ফেটে যায়, দাগ পরে, বালু ঢুকে যায় । যার ফলে ছবি খুব খারাপ হয় ।

লেন্সগুলো আবার বিভিন্ন প্রকারের হয় । নরমাল ফোকাস লেন্স, টেলিফোকাস, ওয়াড এঙ্গেল লেন্স , ফিস আই লেন্স ইত্যাদি ইত্যাদি ।

লেন্সগুলোর আবার বিভিন্ন এপাচার থাকে । এপাচার মানে লেন্সের দরজা কতোটুকু খোলা আছে । যতো বেশী এপাচার লেন্সের দরজা ততো বেশী বন্ধ । আর যতো কম এপাচার মানে লেন্সের দরজা ততো খোলা । কম আলোতে ছবি তুলতে কম এপাচার মানে বেশী লেন্সের দরজা খুলে দিতে হয় যাতে লেন্স দিয়ে বেশী আলো ধুকতে পারে । এক্ষেত্রে ১.২ এপাচার খুব ভালো ।

আবার শাটার স্পিড নামে একটা শব্দ আছে । এর অর্থ কতোক্ষন লেন্সের দরজা খুলে রাখবেন । কম আলোতে অনেক বেশী দরজা খুলে রাখতে হয় । আবার দিনের বেলা অল্প সময় দরজা খুললেই কাজ হয়ে যায় ।


দ্বিতীয়ত, লেন্স দিয়ে আলো এসে পড়বে সেন্সরের উপর । এজন্যে সেন্সর খুব ভালোমানের হতে হবে যে সব আলোকে সুন্দরভাবে গ্রহন করতে পারবে । সেন্সগুলো অতি ক্ষুদ্রক্ষুদ্রভাগে বিভক্ত থাকে । প্রতিটি ভাগকে পিক্সেল বলে । যতো বেশী পিক্সেল ততো বেশী আলো গ্রহন করতে পারবে ।

ছোতবেলার সেই অংকের মতো , একটি কাজ তিনজন লোক যতোদিনে করতে পারবে তার চেয়ে অনেক দ্রুত করতে পারবে দশজন লোক ।

কিন্তু কাজ করার সেই লোক বা পিক্সেলকে অবশ্যই শক্তিশালী হতে হবে । এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে কাজ করতে পারে সেই কাজ কি তিন বছরের বাচ্চা করতে পারে ? পারে না ।

মোবাইলের সেন্সরগুলো হচ্ছে বাচ্চা সেন্সর । যেই কারনে ক্যামেরার সেন্সরের সাথে এরা ঠিক পেরে উঠে না । একটি বারো মেগাপিক্সেলের ক্যামেরার সেন্সর প্রায় ২ ইঞ্জির সমান । অন্যদিকে মোবাইল ক্যামেরার ৪৮মেগাপিক্সেলের সেন্সরের সাইজ মাত্র কয়েক সেন্টিমিটার ।

এখন বলেন আলো কে বেশী গ্রহন করতে পারবে ?
অবশ্যই ক্যামেরার সেন্সর । এই কারনের ডিএসএলার এর ১২ মেগাপিক্সেল দিয়ে মোবালের ১০৮ মেগাপিক্সেলের চেয়ে বেশী ভালো ছবি তুলতে পারে ।

আবার সেন্সরগুলো কি দিয়ে তৈরি সেটাও বড় ফ্যাক্ট । যেমন সনির আইএমেক্স ৫৮৬, ৫৮২,৫৮৯ এগুলো সবই ৪৮ মেগাপিক্সেল সেন্সর । কিন্তু নামে , দামে, কাজে সবগুলো আলাদা । কারন তাদের গঠনের মেকানিজম এবং উপাদানের জন্যে । এই কারনে মেগাপিক্সেল এক হলেও কাজ আলাদা হতে পারে ।

ইমেজ প্রসেসিং যদি খারাপ হয় তাহলে যতোই ভালো লেন্স এবং সেন্সর দেন না কেনো কোন কাজে আসবে না । ইমেজ প্রসেসিং খুবই ভালো হতে হবে । একমাত্র ইমেজ প্রসেসিং ভালো হবার জন্যেই পিক্সেল মাত্র ১২ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও শাওমির ১০৮ মেগাপিক্সেলের চেয়েও ভালো ছবি তুলতে পারে । আবার নোকিয়া ৯ এ এতো দারুন ছবি তোলার পরের শুধুমাত্র ইমেজ প্রসেসিং খারাপের জন্যে মার্কেটে টিকতে পারেনি ।

আবার প্রসেসর ভালো মানেই ইমেজ প্রসেসিং ভালো হবে এমন ব্যাপারটা না । প্রসেসিং এর জন্যে সফটওয়্যার ভালো হতে হবে । গুগল ক্যামেরার সফটওয়্যার ভালো জন্যেরি সবাই তাদের ফোনে গুগলের ক্যামেরা ব্যাবহার করে এবং দারুন ছবি তুলতে পারে ।

গুগল সহ এখন প্রায় সবাই আর্টিফিসিয়াল টেকনোলোজি ব্যাবহার করে । যার ফলে ছবি আরো ভালোভাবে প্রসেসিং করে সুন্দর ছবি আমাদের সামনে চলে আসে । লক্ষ করে দেখবেন বাসতে গাছগুলো যতোটা সবুজ তার চেয়েও বেশী সবুজ দেখায় মোবাইলের ক্যামেরায় । এগুলো সবই প্রসেসিং এর কামাল ।


যাইহোক, অনেক কথা বললাম । সবকথার এ কথা, ভালো ছবি তুলতে তিনটি জিনিস ভালো লাগবে ।
ভালো লেন্স+ভালো সেন্সর+ভালো ইমেজ অপ্টিমাইজড=পার্ফেক্ট ছবি ।

Song: Vlad Gluschenko - On the Way (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link:    • Vlad Gluschenko - On the Way (Vlog No...  


Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии

Информация по комментариям в разработке