ডাকো রাধাগোবিন্দ বলিয়া পাষাণ মনরে

Описание к видео ডাকো রাধাগোবিন্দ বলিয়া পাষাণ মনরে

ডাকো রাধাগোবিন্দ বলিয়া পাষাণ মনরে


#baul_gaan #shyamasangeet #lalongiti #baul_song #bicched_gaan #polligiti #lokogeeti #folksong #bijoygiti




ডাক রাধা গোবিন্দ বলিয়া
পাষাণ মনরে
ডাক রাধাগোবিন্দ বলিয়া।।
🌺🌺🌺
ও মনরে-
ধন-জন রূপ যৌবন
এসব শুধু নিশির স্বপন
দুদিন পরে সব যাবে ভাঙিয়া
প্রান পাখি উড়ে যাবে
শূন্য খাঁচা পড়ে রবে
তোরে দেবে শ্মশানে জ্বালাইয়া।।
🌺🌺🌺
ও মনরে-
অসার সংসারে এসে
কিবা দুখে রইলি বসে
গোনা দিন তোর গেলরে ফুরাইয়া
দিন গেল তোর রঙ্গরসে
রইলি মায়া রিপুর বশে
ভব পারে যাবি কি ধন লইয়্যা।।
🌺🌺🌺
ও মনরে-
ত্রিতাপ জ্বালা জুড়াইতে
যাওনা সাধুজনার সাথে
মায়াতে আর থেকো না ভুলিয়া
সাধুর বাতাস লাগলে অঙ্গে
ভাসবিরে তুই প্রেমতরঙ্গে
যাবিরে তুই ভবপাড়ি দিয়া।।
🌺🌺🌺
ও মনরে-
ভেবে রাধারমণ বলে
গুরুরূপ ধ্যান করিলে
ব্রজের রাধাকৃষ্ণ পাওয়া যায়
তুমি থাক গুরুর চরণতলে
ডাক রাধাকৃষ্ণ বলে
থাক গুরুর অনুগত হইয়্যা।।


🌺 রচয়িতা - রাধারমণ 🌺



#baul_gaan #shyamasangeet #lalongiti #baul_song #bicched_gaan #polligiti #lokogeeti #folksong #bijoygiti

Комментарии

Информация по комментариям в разработке