মুর্শিদাবাদের কাটরা মসজিদের অজানা ইতিহাস || Katra Mosque

Описание к видео মুর্শিদাবাদের কাটরা মসজিদের অজানা ইতিহাস || Katra Mosque

১৭১৭ খ্রিষ্টাব্দে মুর্শিদকুলি খান ঢাকা থেকে তৎকালীন মুকসুদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেন। এরপর তার নিজের নামানুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। ১৭২৩ থেকে ১৭২৪ সালের মধ্যে কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। কাটরা শব্দের অর্থ বাজার। সেই সময় এটি কাটরা বা বাজারের মধ্যে নির্মাণ করা হয়েছিলো বলেই এর নাম হয়ে যায় কাটরা মসজিদ। বর্তমানে এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষনের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে।

Contact :
[email protected]


#katra_mosque #murshidabad #কাটরা_মসজিদ #মুর্শিদাবাদ

Комментарии

Информация по комментариям в разработке