বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকা এক নজরে দেখে নিন | Bangabandhu Military Museum Dhaka | Bijoy Sarani

Описание к видео বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকা এক নজরে দেখে নিন | Bangabandhu Military Museum Dhaka | Bijoy Sarani

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকা এক নজরে দেখে নিন | Bangabandhu Military Museum Dhaka | Bijoy Sarani

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (Bangabandhu Military Museum Dhaka) বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।
১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়।২০০৯ সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে ২০১০ সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নীতকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে করার সুপারিশ করে। এই লক্ষ্যে ২০১৬ সালে ২৭৬ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পও প্রস্তুত করা হয়। ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভো থিয়েটারের পশ্চিম পাশে ১০ একর জমি উপর নির্মিত। জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারিসহ ছয়টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, ২য় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, ৩য় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, ৪র্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে। এই জাদুঘর কমপ্লেক্সের পাশে "তোশাখানা জাদুঘর" নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয়।

প্রবেশ টিকেট ও সময়সূচী :

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রবেশ করতে জনপ্রতি টিকেট মূল্য ১০০ টাকা। ৫ বছর বা তার ছোট বাচ্চাদের প্রবেশে কোন টিকেট এর প্রয়োজন হয়না। এছাড়া সার্কভুক্ত দেশ গুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকেট ৩০০ টাকা এবং অন্যান্য বিদেশী দর্শনার্থীদের জন্যে প্রবেশ ফি ৫০০ টাকা। টিকেট পাওয়া যাবে অনলাইনেও।

সকালের প্রদর্শনী: সকাল ১০টা থেকে দুপুর ১টা (বুধবার ও শুক্রবার বাদে)

বিকেলের প্রদর্শনী: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (বুধবার বাদে)

সাপ্তাহিক বন্ধ: বুধবার

অনলাইনে টিকেট পাবেন নিচের লিংক থেকেঃ

https://bangabandhumilitarymuseum.com

কিভাবে যাবেন :

ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস, সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণিতে নভো থিয়েটারের পাশে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘর যেতে পারবেন। এছাড়া আপনার সুবিধামতো পরিবহণে ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সায় বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে। মেট্রো রেলে বিজয় সরণি স্টপেজে নেমে হেটেই যেতে পারবেন।

Bangabandhu Military Museum is a military museum of Bangladesh. Administered by the Bangladesh Army, the museum is located right beside the Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre at Bijoy Sarani of the capital Dhaka. The museum has a collection of Bangladesh's military history, heritage, success stories and various weapons and ammunition. It is now most popular to the young generation and also to the ages people

Комментарии

Информация по комментариям в разработке