#web_design #freelancing #wordpress
Course Name : Professional WordPress Design and Development with Freelancing
বর্তমান বাংলাদেশের কর্মসংস্থানের চিত্র কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা আপনি আমি সবাই জানি। সরকারী হোক বা বে-সরকারী সব ধরনের চাকুরীর ক্ষেত্রে রয়েছে বিশাল প্রতিযোগীতা। যত দিন যাচ্ছে এই প্রতিযোগীতা আরো তীব্র আকারে বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিযোগীতার যুগে তারাই এগিয়ে থাকে যারা পড়াশুনার পাশাপাশি যে কোন বিষয়ে স্কিল ডেভলপ করে রাখেন।
এই ডিজিটাল যুগে, তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে সারা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোই। আমরা চাইলেই কোন বিষয়ে সঠিকভাবে দক্ষ হয়ে অনলাইনকে ব্যবহার করে বিশ্বের যেকোন প্রান্তে নিজেকে উপস্থাপন করতে পারি। তেমনি একটি কাজের ক্ষেত্র হচ্ছে ওয়েব ডিজাইন। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে প্রচুর ওয়েব ডিজাইনের কাজ রয়েছে । এই বিষয়ে দক্ষ হয়ে আপনিও অনলাইনের মাধ্যমে কাজ করে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন এবং সেটা ঘরে বসেই।
এই ওয়েভ ডিজাইন এর কাজ আপনি চাইলে অনেক ভাবে শিখতে পারেন যেমন,
১। আপনি চাইলে youtube থেকে শিখতে পারেন।
২। আপনি চাইলে প্রি রেকর্ডেড কোন কোর্স টাকা দিয়ে কিনে শিখতে পারেন ।
৩। আপনি চাইলে যে কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারেন।
৪। আবার আপনি চাইলে মার্কেটপ্লেসে কাজ করছে এমন কারো কাছে পারসনালি একদম জিরো থেকে শুরু করে শিখতে পারেন।
মার্কেটপ্লেসে কাজ করছে এবং তিনি পারসনালি কাজ শেখাবে এমন কাউকে খুজে পাওয়া আসলেই দুস্কর। তাই আমি আপনাদের মাঝে কাজ শেখার এমনি একটি মাধ্যম নিয়ে এসেছি যে, আপনি চাইলে আমার কাছে একদমই পার্সোনাল ভাবে এই কাজ শিখতে পারেন। আমি আপনাকে একদম বেসিক থেকে শুরু করে মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য যা যা শেখা লাগবে সব কিছুই একদম হাতে ধরে ধরে শেখাব। আমার উদ্দেশ্য হলো আপনাকে প্রপার ওয়েতে এই কাজটি এমন ভাবে শেখানো যাতে করে কাজ শেখার পর আপনি যেন মার্কেটপ্লেস থেকে আপনার স্কিল দিয়ে ইনকাম বা ভ্যালু বের করে আনতে পারেন। আমার ক্লাস গুলোকে কেউ কোর্সের মতো করে ভাববেন না কারন কোর্সে অনেক স্টুডেন্ট মিলে একটাই কোর্স শেখে তাই সব স্টুডেন্ট দের প্রবলেম একজন মেন্টরের দ্বারা সমাধান করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আমার শেখানোর ধরনটা অন্যদের থেকে আলাদা কারন আমার শেখানোর ধরনটা হলো আপনাকে কনো একটা বিষয়ে যতটুকু শেখাব ততোটুকু দিয়েই কিছু না কিছু তৈরি করে দেখাবো আর আপনাকে পরবর্তী ক্লাসের জন্য ঐ ধরনের কোন একটা অ্যাসাইনমেন্ট দিব।যদি পারেন তাহলে আগাবো আর যদি না পারেন তাহলে আবার ঐ ক্লাস রিপিট করবো। মোট কথা এমন ভাবে শেখাব যেন, শেখা শেষে আপনি নিজে স্যাটিস্ফাইড থাকেন। টাকা জলে গেলো বা ঠিক ভাবে শেখাইনি বা শিখতে পারিনি এমন যেন না ভাবতে পারেন। আমি প্রতি সপ্তাহে ২টা ক্লাস নিবো। আর আপনি যদি আমার শেখানো বিষয় গুলো অনেক দ্রুত ধরতে পারেন তাহলে ৩টা করে নিবো ( যদি সম্ভব হয়)।
চলুন আমরা কি কি শিখবো এক নজরে দেখে নেওয়া যাকঃ
HTML
CSS
JS
JQuery
JQuery Plugin
PHP and MySQL
XAMPP and WAMP
Photoshop
PSD to HTML
Responsive Web Design
SCSS
Bootstrap
WordPress
WordPress Premium Theme Customization
Wordpress Website Design with Elementor Theme Builder
Wordpress Website Design with Divi Theme Builder
Wordpress Website Design with Avada Theme Builder
Wordpress Migration
Wordpress Backup
Wordpress Speed Optimization and many more.
আমি ফাইভার নামক একটা মার্কেটপ্লেসে গত ১ বছর ধরে ওয়েভ ডিজাইনের উপর বিভিন্ন কাজ করে আসছে। যেমন,
✓ Creating a website with HTML/CSS/ JavaScript
✓ Creating a website with WordPress
✓ Convert PSD / Sketch / Figma to HTML
✓ Fix any design issues
✓ WordPress Speed Optimization
✓ Redesign a website
✓ Website backup, restore, migrate and update any WordPress website
ভর্তির জন্য
কল করুনঃ ০১৬১৩১৪৬৪১২ অথবা
ম্যাসেজ করুনঃ / diptasahacse
Hire me on Fiverr: https://www.fiverr.com/dipta_saha
Follow Me on Facebook: / diptasahacse
////////-----------------keyword -----------//////////
Professional WordPress Design and Development with Freelancing,Professional WordPress Design,wordPress design and development,Freelancing,wordpress,web design,html,css,js,bangla tutorial,web design bangla,fiverr,web development,create a website,wordpress tutorial,how to make a wordpress website,web design bangla free course,wordpress tutorial for beginners,bangla,bangla freelancing tutorial,wordpress website,dipta saha,make money,outsourcing,wordpress blog,paid course,wordpress course season 1,blog,what is wordpress,home tutor
Информация по комментариям в разработке