জন্ম থেকেই ৫ জনের কাছে ঋণী আপনি, মুক্তি কী ভাবে? সবাইকে চমকে দেবে
আমাদের এই যে জীবন চলছে, এর জন্য আমরা অনেকেরই প্রতি ঋণী হয়ে যাই। এগুলি আমাদের জীবনে ঘুরে ঘুরে আসছে। যখন আমরা এই ভাব নিয়ে করছি যে, আমি উঋণ(প্রাপ্তিকে শোধ করার নাম উঋণ) হচ্ছি তখন এটাকে ঋণ বলা হয়। যখন আমি পূর্ণ অর্জনের জন্য করব তখন এটাকে যজ্ঞ বলা হয়। উঋণ আমাদের হতেই হবে।
আমাদের পাঁচটি ঋণ- ১) ঋষি ঋণ ২) দেব ঋণ ৩) পিতৃ ঋণ ৪) মনুষ্য ঋণ ৫) ভূত ঋণ। ১) ঋষি ঋণ- আজ যে সংস্কৃতি আমার মধ্যে, আমি যে শ্রেষ্ঠ অবস্থায় আছি এটা ঋষিদের দেওয়া, সেজন্য তাঁদের থেকে ঋণ মুক্ত হতে হবে; কিভাবে উঋণ হব? নিয়মিত শাস্ত্র পড়ে, নিয়মিত ধ্যান করে। যজ্ঞে এটাকে ঋষি যজ্ঞ বা ব্রহ্ম যজ্ঞও বলা হয়। এগুলির মাধ্যমে আমরা ঋষি ঋণ পরিশোধ করতে পারি।
২) দেব ঋণ- দেবতারা আমাদের আলো, বাতাস, তাপ, বৃষ্টি ইত্যাদি যাবতীয় যা কিছু আছে তাঁদের পেছনে যে Devine prower এটা হচ্ছেন দেবতারা, তাঁদের প্রতি ঋণ। নিত্য পূজা অর্চনা করা- কুলদেবতা, মন্দিরের দেবতা, গঙ্গা স্নান, তীর্থ যাওয়া, বাড়িতে আমরা যে পঞ্চযজ্ঞ করা হয় বা বিভিন্ন দেবতার পূজা করা হয়- এগুলির মাধ্যমে দেব ঋণ থেকে মুক্ত হওয়া যায়।
৩) পিতৃ ঋণ- পুর্ব পুরুষদের প্রতি আমাদের যে ঋণ। মুক্ত হতে করা হয় সন্তান উৎপত্তি, দ্বিতীয় হয় নিয়মিত যখন খেতে বসি তখন খাবারের পূর্বে মাটিতে বা কোন পাত্রে কিছু খাবার রেখে দেওয়া হয়, সেই খাবারটা পাখিদের দিয়ে দেওয়া হয়। তারপর শ্রাদ্ধ করা, বাৎসরিক শ্রাদ্ধ কর্ম, পিণ্ড কর্ম করা- মহালয়াতে যা যা কর্ম করা হয় এগুলি সবই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য।
৪) মনুষ্য ঋণ- এই মানব সমাজ আমাদের নানাভাবে সাহায্য করছে এর থেকে মুক্ত হবার জন্য অতিথি সেবা, গরীব দুঃখীর সেবা, নিয়মিত কিছু কিছু ভিক্ষা দেওয়া, এগুলি মনুষ্য ঋণ মুক্তির উপায়।
৫) ভূত ঋণ- আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এতে অনেক সূক্ষ্ম জীব মারা যাচ্ছে, রান্নার জন্য আগুন জ্বালছি- আগুনে অনেক কিছু পুড়ে মরছে। মাছ, মাংস, ডিম খাচ্ছি এতেও অন্যের জীবন যাচ্ছে। এর থেকে মুক্ত হতে এঁদের সেবা করতে হয়, যেমন- রোজ কিছু অন্ন যাঁদের দেখা কেউ কুকুর-বিড়াল-পাখি-মাছ এগুলিকে খাবার দিতে হয়।
এই জিনিষ গুলিকে যখন যজ্ঞরূপে নিয়মিত করছি নিজের শুদ্ধির জন্য তখন এটা যজ্ঞ হয়ে যায়। ঋষি যজ্ঞ, দেব যজ্ঞ, পিতৃ যজ্ঞ, মনুষ্য যজ্ঞ, ভূত যজ্ঞ এই পাঁচটি যজ্ঞ প্রত্যেক হিন্দুর জন্য essential. যদি এই পাঁচটি যজ্ঞ করা না হয় তবে সে হিন্দু নয়।
Your Querys coverd:
দেব ঋণ
ঋষি ঋণ
পিতৃ ঋণ
ভূত ঋণ
মনুষ্য ঋণ
পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না
Satwik Darpon
"Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
Информация по комментариям в разработке