পটল চাষ | বারি ২ পটল | Potol chas | পটল চাষ পদ্ধতি
আজকের ভিডিওতে দেখানো হয়েছে পটল চাষ পদ্ধতি
আমাদের দেশে পটলের খুব চাহিদা রয়েছে শীতকালের শেষ হতে বর্ষাকালের শেষ পর্যন্ত অন্য সবজির সাথে পাল্লা দিয়ে বাজারে রাজত্ব করে পটল।
দেশের বিভিন্ন স্থানে পটল চাষ করা হয় মূলত কার্তিক মাস থেকে।
কিন্তু যশোরের সদর
উপজেলায় বেশ কয়েকটি গ্রামে পটল চাষ করা হয় বৈশাখ জৈষ্ঠ মাসে।
প্রথম বছর ফলন পাওয়ার পর এটি প্রস্তুত করা হয় পরের বছর ব্যাপক ভাবে ফলন পাওয়ার জন্য।
এবং যখন শীতকাল এসে যায় তখন গাছে আর খুব বেশি ফুল ফল থাকে না তখন অবাঞ্ছিত শাখা কেটে ফেলে প্রধান অংশগুলো মাচাতে রেখে দেয়া হয় পরের বছর চাষের জন্য।
এবং শীতকালের শেষের দিকে নতুনভাবে আবার পরিচর্যা শুরু করা হয়, কিছুদিনের মধ্যে গাছে নতুন শাখা-প্রশাখা বেরিয়ে পুরো মাচা ভরে যায়।
শীতকালীন সবজি যখন শেষ তখন বাজারে গ্রীষ্মকালীন কোন সবজি ওঠেনি এই সময়ই বাজারে আসতে শুরু হয় পটল।
এ সময় কৃষক বেশি দামে বিক্রি করতে পারেন।
কয়েক মিনিটের ভিডিও তে সকল তথ্য তুলে ধরা সম্ভব নয় বিস্তারিত জানতে সরাসরি খামার পরিদর্শন করুন
কৃষক:- শামীম
মোবাইল - 01701216966
পটল চাষ পদ্ধতি,
পটল চাষ,
পটল চাষ করার পদ্ধতি,
পটলচাষ কিভাবে করতে হয়,
পটল চাষরে সঠিক সময়,
পটল চাষরে ওষুধ,
পটল চাষ সার প্রয়োগ,
পটল চাষ পদ্ধতি টবে,
পটল চাষরে পরিচর্যা,
পটল চাষ কিভাবে করে,
পটল চাষরে সময়,
পটল চাষ ২০২৩,
পটল চাষ লাভ,
পটল চাষ করা,
#পটলের #চারা অথবা #লতা বাংলাদেশের সকল জেলায় পাঠানো হয়।
চট্টগ্রাম,রাজশাহী সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রংপুর, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা। @atikagro95
Информация по комментариям в разработке