ইলেকট্রিক ট্রেন চলাচলের জন্য বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইনস্পেকশন শুরু | TOP NEWS TODAY

Описание к видео ইলেকট্রিক ট্রেন চলাচলের জন্য বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইনস্পেকশন শুরু | TOP NEWS TODAY

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৪ জানুয়ারী;

ইলেকট্রিক ট্রেন চলাচলের জন্য বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইনস্পেকশন শুরু হল সোমবার। জানা যাচ্ছে বছরের শুরু থেকেই জলপাইগুড়ি-এনজেপি ও আলিপুরদুয়ার লাইনে চালু হতে চলেছে ইলেকট্রিক ট্রেন।

এদিন রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইনস্পেকশন করা হয় জলপাইগুড়ি রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশনে। এসেছিলেন রেল‌ওয়ে সেফটি বিভাগের কমিশনার লতিফ খান, ডেপুটি কমিশনার সত‍্যজিৎ মণ্ডল সহ বিভিন্ন আধিকারিকরা। ইতিমধ্যেই এই রুটের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে গেছে। বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইনস্পেকশন শেষ হলেই ইলেকট্রিক ট্রেন চালু হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে। এদিন জলপাইগুড়ি রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশন এলাকার বৈদ্যুতিক লাইন পরিদর্শন করেন রেল‌ওয়ে সেফটি বিভাগের আধিকারিকরা। বৈদ্যুতিক রেল লাইনের কাজ কতটা ত্রুটিপূর্ণ রয়েছে তা খতিয়ে দেখে‌ন তারা।
#TNTBENGAL #TNT #TOPNEWSTODAY #JALPAIGURI NEWS

Комментарии

Информация по комментариям в разработке