রূপতত্ত্ব (পর্ব-৩): ৩.৪-৩.৫। শ্রেণিঃ ষষ্ঠ (Six)। বিষয়ঃ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। Forhad TBT 91।

Описание к видео রূপতত্ত্ব (পর্ব-৩): ৩.৪-৩.৫। শ্রেণিঃ ষষ্ঠ (Six)। বিষয়ঃ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। Forhad TBT 91।

ষষ্ঠ শ্রেণির ছাত্রদের জন্য বাংলা ব্যাকরণে "রূপতত্ত্ব" (৩) তৃতীয় অধ্যায়। তেমন কোনো জটিল বিষয় নয়। মনোযোগ দিয়ে একটু খেয়াল করলেই আত্মস্থ করতে সক্ষম হবে। আমি তোমাদের জন্য সহজ করে উপস্থাপন করেছি ৩.৪ ও ৩.৫ (পর্ব-৩) শব্দের শ্রেণিবিভাগ বা সংবর্গ পরিবর্তন ও লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন । এ পর্বটিও গতি পর্বের মতো সুন্দর ও সহজ করে তোমাদের বোঝার মতো করে উপস্থাপন করেছি। তোমরা উপকৃত হবে নিশ্চয়ই। এ পর্বে শব্দ, শব্দের গঠন, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস আলোচনা করেছি। মূল বই থেকে তথ্য ঠিক রেখে আলাদা করে উপস্থাপন করেছি। যেন তোমাদের সহজে মনে থাকে। যদি কোনো সমস্যা অথবা বুঝতে না পারো কমেন্ট করতে পারো।

Комментарии

Информация по комментариям в разработке