মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। Petronas Twin Towers । Petronas twin towers tour

Описание к видео মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। Petronas Twin Towers । Petronas twin towers tour

মালয়েশিয়ার সর্বোচ্চ পেট্রোনাস টুইন টাওযারে একদিন
প্রাকৃতিক পরিবেশ আর সুপরিকল্পিত নগরায়নের জন্য ছবির মতো সুন্দর মালয়েশিয়া। সাজানো গোছানো রাজধানী শহরের চিত্র দেখলেই বুঝা যায় গোটা দেশের দৃশ্য। অপরূপ সৌন্দর্যের অধিকারী এই নগরের অন্যতম নিদর্শন পেট্রোনাস টুইন টাওয়ার। আজ আমরা যাবো অত্যাধুনিক, নান্দনিক ও আর্কষনীয় টুইন টাওয়ারে। দেখবো বিস্তারিত। আশা করছি পুরোটা সময় আপানাদের সাথেই পাবো।

মালয়েশিয়ার টুইন টাওয়ারে ভ্রমনের বিস্তারিত তথ্য। আশা করছি আপনাদের বেশ কাজে দিবে। মূলত সকাল ৯টা থেকে রাত ৯টা পযর্ন্ত টুইন টাওয়ার সবার জন্য উন্মূূক্ত থাকে।

আপনারা চাইলে অনলাইনে আগে থেকেই টিকেট ক্রয় করতে পারেন। তবে, টিকেটে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বেই আপনাদের উপস্থিত হতে হবে।

আর টুইন টাওয়ারের নিচেও অনেকে টিকেট বিক্রি করেন আপনারা চাইলে সেখান থেকেও টিকিট ক্রয় করতে পারেন। তবে, বেশী দর্শনার্থী হওয়ায় আগে বাগেই টিকেট ক্রয় করা ভালো।

বড়দের টিকিটের দাম ৮০ রিংগিত বা বাংলা টাকায় ১৬শ টাকার বেশী
আর ছোট দের ৩৩ রিংগিত বা ৭শ টাকার মত।
মাঝে লাঞ্চ ও নামাজের বিরতি আছে ১ টা থেকে ২.৩০ পর্যন্ত।

প্রেট্টোনাস টুইন টাওয়ারের অভজারভেশন ডেক্সে উঠতে আপনাদের টাকা খরচ করতে হবে। টাওয়ারের নীচ থেকে ১৭০ মিটার উপরে স্কাই ব্রিজ যা টাওয়ারের ৪১ তম তালায় অবস্থিত।

মালয়েশিয়ার সর্বোচ্চ টাওয়ার,
পেট্রোনাস টুইন টাওযারে একদিন,
Petronas Towers-Malaysia,
The Tallest Twin Towers in the World,
Kuala Lumpur, Malaysia

যোগাযোগ
Facebook Page:
https://www.facebook.com/saydulislame...
Email:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке