langalbandh,ashtami snan at langalbandh,langalband,langalbandh snan 2024,langalbandh ashtami snan mahatva,langalbandh bathing festival,langalbandh snan,ashtami snan at langalbandh in bangladesh,langolbandh ashtami snan,langalbandh snan 2024,langolbandh snan 2024 live,langolbandh,mahatirtha langalbandh,langolbandh snan 2024,langolbandh snan 2023 live,langalbandh snan2023langalbandh snan2024,langalbandh snan ghat
লাঙ্গলবন্দ বাজার,লাঙ্গলবন্দ,লাঙ্গলবন্দ স্নান,লাঙ্গলবন্দ কোথায়,লাঙ্গলবন্দ কিভাবে যাবো,লাঙ্গলবন্দ সড়ক,রাজ ঘাট লাঙ্গলবন্দ,লাঙ্গলবন্দ নারায়নগঞ্জ,লাঙ্গলবন্দ সান্ন ঘাট,লাঙ্গলবন্দ তীর্থস্থান,লাঙ্গলবন্দ অষ্টমী স্নান,লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান,লাঙ্গলবন্দের স্নান,লাঙ্গলবন্দ স্নানঘাট,মহাতীর্থ লাঙ্গলবন্দ,লাঙ্গলবাদ শ্রীপুর বাজার,গরম গরম ও মুচমুুচে পেঁয়াজু ফুলুরি | লাঙ্গলবন্দ বাজার,লাঙ্গলবন্দ ঘাট,আনন্দ বাজার,লাঙ্গলবন্দ স্নান ২০২২,লাঙ্গলবন্দের হাট,লাঙ্গলবাদ
=================================
Langolbond, Sonar Gaon, Narayanganj | Langalbandh Snan
লাঙ্গলবন্দ ঢাকা থেকে প্রায় ২০ কিমি দক্ষিণ-পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে ব্রহ্মপুত্রের পাড়ে অবস্থিত একটি জনপদ। লাঙ্গলবন্দ বাজারটি খুবই প্রাচীন ও ঐতিহাসিক একটি বাজার। প্রতি শুক্রবারে এখানে হাট বসে।
প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানার্থে দেশ-বিদেশের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমন ঘটে। সমাগত ভক্তবৃন্দের জন্য স্নান সম্পন্ন করাকে সহজ করার জন্য বিভিন্ন দানশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ঘাট নির্মাণ করেন। বর্তমানে এমন ১৩টি বাঁধানো ঘাট আছে। এই ১৩টি ঘাট হলো প্রেমতলা ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, বরদেশ্বরী ঘাট, গান্ধীঘাট, জয়কালী ঘাট, পাঠানকালী ঘাট, শ্রীরামপুর ঘাট, কালীবাড়ী ঘাট, কালীদহ ঘাট, শঙ্কর ঘাট, শিখরী ঘাট ও রক্ষাকালী ঘাট। এই ঘাটগুলির পাশাপাশি সেখানে রয়েছে ১০টি মন্দির ও কয়েকটি আশ্রম। স্নানের সময় ছাড়াও বিভিন্ন সময়ে এখানে অসংখ্য মানুষ আসে।
#Langolbond
#BramopuraNod
#PunnoSnan
#লাঙ্গলবন্দ বাজার
Информация по комментариям в разработке