NEI ONGIKAR || (নেই অঙ্গীকার)|| SLWOED & REVERB || LOFI ||

Описание к видео NEI ONGIKAR || (নেই অঙ্গীকার)|| SLWOED & REVERB || LOFI ||

FOR BEST EXPERIENCE, USE 🎧

Lyrics

আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি,
সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি।
আমি না বুঝেই ভালোবেসেছি,
রোদ্রছায়া কাব্যে তোমায় খুঁজেছি।
বলা হলো না, কত না বলা কথা,
জানি না, আসবে কি তুমি ফিরে আর।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

হয়তো আবার আঁধারের কোন গল্পে
সঙ্গী হয়ে, হাটবো একই সাথে।
ভাবছো তুমি, পাবে কি আর আমাকে?
আবার আগের মতো করে।

সেই চেনা সুরে, সেই চেনা রং-এ,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

একা একলা পথে, খুঁজেছি তোমাকে,
তুমি আর নেই সেই ঠিকানায়।

তুমি আজও, আলো জ্বালো,
খুব গোপনে, খুব নীরবে,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

#NEIONGIKAR #NEI #ONGIKAR #নেইঅঙ্গীকার #নেই #অঙ্গীকার
#Banglasong #Bangla #Lofi

Комментарии

Информация по комментариям в разработке