পেঁয়াজ পাতা চাষ। পেঁয়াজ চাষ টবে। Grow Onion leaves। Grow Onion।

Описание к видео পেঁয়াজ পাতা চাষ। পেঁয়াজ চাষ টবে। Grow Onion leaves। Grow Onion।

‪@arunmandalgrower‬
আমি বাজার থেকে ছোট সাইজের পেঁয়াজ কিনে এনে ছিলাম। ছোট সাইজের পেঁয়াজ নেওয়া ভালো। কমপক্ষে ৪ ইঞ্চি গভীর যে কোন পাত্রে পেঁয়াজ চাষ করা যায়, বিশেষ করে পেঁয়াজ পাতা চাষ করার ক্ষেত্রে। বালি মাটি ও তার মধ্যে গোবর সার ও খৈল গুঁড়া মিশিয়ে মাটি প্রস্তূত করে নিতে হবে। পেঁয়াজ এর মুখের দিকে একটু করে কেটে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি নতুন কলি বেরিয়ে আসে। মাটিতে প্রথম দিকে একটু বেশি করে জল দিতে হবে। এক সপ্তাহের মধ্যে সব গাছ বেরিয়ে আসে। ২০/৩০ দিনের মধ্যে পেঁয়াজ পাতা কাটা শুরু করা যায়। পেঁয়াজ পাতা ভাজা করে, এ ছাড়াও বিভিন্ন তরকারি, এগরোল, চাওমিন, ডিম ভাজা, অমলেট, ডিম টোস্ট ইত্যাদি তৈরি করতে দেওয়া যেতে পারে। সারা শীত মৌসুমে পযায় ক্রমে চাষ করা যায়। আমার মত আপনারা ও এই পেঁয়াজ পাতা চাষ করে ফেলতে পারেন। ধন্যবাদ।

First I bought mini size Onion from market. Sand soil, cowdang fartilizar and masterd cake mixing and prepared soil. Minimum 4 inchises any pot use from Onion leaves growing. First cutting onion up side and put it in the soil. watering on the seeds. After 3 weeks cutting the onion leaves and eating. You can try it and grow Onion leaves at home. Thank you very much God bless you.

Комментарии

Информация по комментариям в разработке