লালবাগ কেল্লা | Lalbagh Fort, Dhaka | Vlog 128 | রহস্যময় লালবাগ দূর্গ ভ্রমণের সকল তথ্য

Описание к видео লালবাগ কেল্লা | Lalbagh Fort, Dhaka | Vlog 128 | রহস্যময় লালবাগ দূর্গ ভ্রমণের সকল তথ্য

লালবাগ কেল্লা (Lalbagh Kella / Lalbagh Fort) মুগল আমলের ঐতিহাসিক নিদর্শন যা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। ঢাকা শহরের ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে অসমাপ্ত এই মুঘল দুর্গটি। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য।

◼️ লালবাগ কেল্লার ইতিহাস || Lalbagh Fort History
ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ১৬৭৮ সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণকাজ শুরু করেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ দিল্লিতে চলে যান। তার এক বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণকাজ পুনরায় শুরু করেন।

কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁ'র কন্যা পরী বিবি মৃত্যু পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন। পরীবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়।

‘লালবাগ কেল্লা’ বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরীবিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" বদলে "লালবাগ" নামকরণ করা হয়। আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে।

◼️ প্রবেশ টিকেট মূল্য || Lalbag Fort Ticket Price
লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকেট কাউন্টার। বাংলাদেশী পর্যটকদের জন্যে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্যে ১০০ টাকা এবং বিদেশী পর্যটকদের টিকেটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের প্রবেশ করতে টিকেট এর প্রয়োজন নেই।

◼️ লালবাগ কেল্লার সময়সূচী ২০২২ || Lalbag Kella Opening Time & Off Day
লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার দপুর ১২ঃ৩০ থেকে ২ঃ০০ পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শধুমাত্র দুপুর ২ঃ৩০ থেকে খোলা থাকে। এছাড়া সকল সরকারী ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে।

◼️ যাওয়ার উপায় || How To Go
ঢাকার গুলিস্তান, নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। এছাড়া ঢাকার যে কোন জায়গা থেকে সিএনজি অথবা ব্যাক্তিগত গাড়িতে করে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন।

◼️ ট্যুর প্ল্যান || Nearby Attractions
লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্যে অন্তত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিল, তারা মসজিদ, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালান, সদরঘাট, শোয়ারীঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন।

To know more :
https://en.wikipedia.org/wiki/Lalbagh...

Music Credit :
_______________________________________________________________________________________________
Music Credit :
Royalty free music raag Kirwani Alap Jor feat Alam Khan sarod #raagkirwani #sarod #indianmusic
Artist: Jim Santi Owen
Trcak: Kirwani Alap Jor (feat. Alam Khan)
  / jimsantiowen  
Link : • Video
_______________________________________________________________________________________________

#lalbaghfort #লালবাগকেল্লা #Lalbagh_Fort_Dhaka #dhaka #placestovisitindhaka #FortAurangabad #dhakatour

Комментарии

Информация по комментариям в разработке