পশ্চিমবঙ্গে শুরু হয়েছে SIR অর্থাৎ Special Intensive Revision of Electoral Roll। এই SIR প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের ভোটার তালিকা আপডেট করা হবে। অনেকেই এখন ভাবছেন, এই ফর্ম ফিল আপের সময় কী কী কাগজপত্র লাগবে, কাদের নাম বাদ যাবে, আবার কেউ কেউ ভাবছেন ভুল তথ্য দিলে সমস্যা হবে কিনা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (Chief Electoral Officer, West Bengal) কী ঘোষণা করেছেন এবং কেন বলা হয়েছে যে SIR enumeration form fill up করার সময় কোনো document লাগবে না।
সম্প্রতি মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন যে বাড়ি বাড়ি গিয়ে BLO বা Booth Level Officer রা যেসব ফর্ম দেবেন, তা শুধুমাত্র তথ্য যাচাই এবং সংশোধনের জন্য। কোনো নতুন নথি দেখাতে হবে না। অর্থাৎ আপনার নাম ভোটার তালিকায় থাকলে এবং আপনি আগেই রেজিস্টার্ড ভোটার হলে, এখন কোনো document জমা দিতে হবে না। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা সঠিকভাবে আপডেট করা যাতে কোনো নাম বাদ না যায় এবং ডুপ্লিকেট নাম মুছে দেওয়া যায়।
অনেকেই SIR নিয়ে ভয় পাচ্ছেন যে হয়তো নাম কেটে যাবে, বা বাড়িতে BLO এলে কাগজপত্র চাইবে। কিন্তু বাস্তবে তা নয়। মুখ্য নির্বাচন আধিকারিক নিজেই জানিয়েছেন — SIR নিয়ে ভয় পাবেন না। এটি একটি রুটিন প্রক্রিয়া, যা প্রতি বছর করা হয় ভোটার তালিকা আপডেটের জন্য। এই বছরের SIR প্রক্রিয়াটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি সর্বশেষ ভোটার লিস্ট সংশোধন।
এই প্রক্রিয়ার সময় BLO আপনার বাড়িতে এসে একটিমাত্র ফর্ম দেবে, যেটি হলো Enumeration Form। এই ফর্মে থাকবে আপনার নাম, বয়স, লিঙ্গ, ভোটার আইডি নম্বর এবং ঠিকানা সংক্রান্ত তথ্য। যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন করে BLO কে জানাতে হবে। আর যদি কোনো নতুন ভোটার থাকেন, যিনি এখনো নাম তুলেননি, তার জন্য আলাদা ফর্ম থাকবে।
অনেকেই ভাবছেন SIR form fill up করতে আধার কার্ড, রেশন কার্ড, জন্ম সনদ, বা অন্য কোনো পরিচয়পত্র লাগবে কিনা। নির্বাচন কমিশনের অফিসিয়াল নির্দেশ অনুযায়ী, BLO রা কোনো ডকুমেন্ট চাইবে না। শুধুমাত্র যদি কেউ নতুন নাম তুলতে চান, সেক্ষেত্রে বয়স প্রমাণ ও ঠিকানার প্রমাণ দিতে হবে, যেমন স্কুল সার্টিফিকেট, জন্ম সনদ, বা ব্যাংক পাসবই ইত্যাদি। কিন্তু যারা পুরনো ভোটার এবং তাদের নাম আগে থেকেই তালিকায় আছে, তাদের কোনো নথি লাগবে না।
SIR ফর্ম পূরণের সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি:
ফর্মের সমস্ত তথ্য ভালো করে যাচাই করুন।
নামের বানান ও ঠিকানা সঠিকভাবে লিখুন।
যদি কারো নাম ভুলবশত বাদ পড়ে থাকে, BLO কে জানান।
BLO কে আপনার মোবাইল নম্বর দিন, যাতে পরবর্তী ভেরিফিকেশনে যোগাযোগ করা যায়।
BLO কে কোনো অর্থ প্রদান করবেন না, কারণ এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে।
এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি SIR 2025 এর সমস্ত নিয়ম, তারিখ, সময়সূচি এবং প্রয়োজনীয় নির্দেশিকা। পাশাপাশি জানানো হয়েছে কখন BLO রা বাড়ি বাড়ি আসবেন, কখন draft voter list প্রকাশিত হবে এবং final voter list কবে প্রকাশ হবে।
SIR 2025 পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার এলাকার জন্য প্রযোজ্য। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত BLO রা enumeration করবে। এরপর জানুয়ারিতে প্রকাশিত হবে final ভোটার তালিকা। আপনি যদি বাইরে থাকেন বা প্রবাসে থাকেন, তবুও চিন্তার কিছু নেই — অনলাইনে voterportal.eci.gov.in অথবা NVSP portal থেকেও আপনি ফর্ম পূরণ বা সংশোধন করতে পারবেন।
ভিডিওতে আমরা আরও জানিয়েছি কীভাবে voter list online চেক করবেন, কীভাবে নিজের নাম verify করবেন এবং কোনো ভুল থাকলে rectification করবেন। যারা আগে কখনো ভোটার তালিকা সংশোধন করেননি, তাদের জন্য এটি একটি সম্পূর্ণ গাইড।
SIR প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া খবর ঘুরছে — যেমন ভোটার তালিকা নতুন করে তৈরি হচ্ছে, সবাইকে আধার দিতে হবে, বা কাগজ জমা না দিলে নাম কেটে যাবে। এগুলো সম্পূর্ণ ভুল।
এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে ফর্ম পূরণ করতে হবে, কীভাবে BLO কে তথ্য দিতে হবে, আর কোন কোন ক্ষেত্রে সংশোধন করা যাবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং ভোটার হিসেবে নিজের নাম সঠিক রাখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1. SIR Enumeration form fill up এ কোনো document লাগবে না।
2. BLO রা শুধুমাত্র যাচাই ও সংশোধনের জন্য ফর্ম দেবেন।
3. পুরনো ভোটারদের কোনো নতুন প্রমাণপত্র দেখাতে হবে না।
4. নতুন ভোটারদের জন্য আলাদা ফর্ম ও প্রমাণপত্র লাগবে।
5. SIR চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
6. BLO রা বাড়ি বাড়ি যাবেন এবং তথ্য সংগ্রহ করবেন।
7. এটি নির্বাচন কমিশনের বার্ষিক রিভিশন প্রক্রিয়া।
8. ভোটার তালিকা আপডেটের মাধ্যমে নাম বাদ বা যুক্ত করা হবে।
9. SIR নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।
10. পশ্চিমবঙ্গের Chief Electoral Officer নিজে জানিয়েছেন — কোনো document লাগবে না।
এই তথ্যটি যেন প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছায়, তাই ভিডিওটি অবশ্যই বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া থেকে বাঁচাতে পারে।
SIR West Bengal, SIR form fill up 2025, Enumeration form, Voter list update West Bengal, BLO form fill up, West Bengal Chief Electoral Officer news, SIR document required or not, Voter list correction, SIR voter form, voter verification process, voter portal west bengal, NVSP SIR update, SIR 2025 news in bengali, ভোটার তালিকা সংশোধন, পশ্চিমবঙ্গ SIR 2025, Enumeration form পূরণ, BLO West Bengal, Voter list correction guide, SIR form fill up without document, Chief Electoral Officer statement West Bengal, voter form verification Bengali video.
#khalidhasanofficial #electioncommission #sir
#westbengalelection
Информация по комментариям в разработке