সম্রাট শাহজাহান এবং ভিক্ষুক এর কাহিনী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী।

Описание к видео সম্রাট শাহজাহান এবং ভিক্ষুক এর কাহিনী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী।

শাহজাহান
ফার্সি নাম شاه ‌جهان।  (শাহ্‌জাহান, অর্থ : পৃথিবীর রাজা)।

ভারতবর্ষের পঞ্চম মোগল সম্রাট। তাঁর পূর্ণ নাম শাহবুদ্দিন মুহাম্মদ শাহ জাহান। শৈশবে এঁর নাম ছিল খুররম। সিংহাসনে আরোহণের পর তাঁর নতুন নাম হয় 'আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান সাহিব কিরান-ই-সানী' ।

১৫৯২ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি, তিনি লাহোরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন চতুর্থ মোগল সম্রাট জাহাঙ্গীর। তার মা ছিলেন রাজপুত রমণী। মায়ের নাম মনমতি। তিনি ছিলেন জাহাঙ্গীরের তৃতীয় পুত্র।

সাহসিকতা ও বুদ্ধিমত্তায় তিনি অল্প বয়সেই সম্রাট জাহাঙ্গীরের প্রিয়পাত্র হন। ১৬০৭ খ্রিষ্টাব্দে তিনি আট হাজারি মনসবদারি পদ লাভ করেন। এই বৎসরেই আসফ খাঁর কন্যা মমতাজ মহলের সাথে (আরজুমান্দ বানু বেগম) শাহজাহানের বাগদান হয়। ১৬১১ খ্রিষ্টাব্দে তিনি দশ হাজারি মনসবদারি পদ লাভ করেন। ১৬১২ খ্রিষ্টাব্দে মমতাজ মহলের সাথে তাঁর বিবাহ হয়।

সম্রাট জাহাঙ্গীরের  অন্যতম পত্নী নুরজাহান, তাঁর প্রথম ঘরের সন্তান কন্যার সাথে কনিষ্ঠ যুবরাজ শাহরিয়রের বিবাহ দেন। এই সময় নুরজাহান শাহারিয়ারকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন। ফল শাহজাহানের সাথে নুরজাহানের  বৈরীতা শুরু হয়। আর সম্রাট জাহাঙ্গীরও প্রিয় পত্নীর মন রক্ষার্থে শাহজাহানের প্রতি বিরক্ত হন।

১৬১৩ খ্রিষ্টাব্দে মেবারের বিরুদ্ধে যুদ্ধের সময় শাহাজাহানকে সেনাপ্রধান করে পাঠানো হয়। এই যুদ্ধে শাহজাহান মেবারের রাজা অমর সিংহের বিরুদ্ধে জয়লাভ করেন। ১৬১৫ খ্রিষ্টাব্দে অমর সিংহের সাথে মোগলদের একটি সন্ধিচুক্তি হয়। এই চুক্তি অনুসারে, অমর সিংহ এক হাজার অশ্বারোহী সৈন্য মোগল দরবারে পাঠান। ১৬১৬ খ্রিষ্টাব্দে তিনি দাক্ষিণাত্যে অভিযান চালান। তিনি মালিক অম্বরকে পরাজিত করেন। এই সময় মালিক অম্বর বালাঘাট অঞ্চল এবং আহম্মদনগরের দুর্গ মোগলদের কাছে অর্পণ করেন। এই যুদ্ধ জয়ের পর, সম্রাট জাহাঙ্গীর তাঁকে 'শাহজাহান' উপাধি দেন। এর কিছুদিন পর মোগলবাহিনীর অরাজকতার সুযোগে মালিক অম্বর বিদ্রোহ ঘোষণা করেন। ফলে মালিক অম্বরের বিরুদ্ধে শাহাজাহানকে আবার যুদ্ধে পাঠানো হয়। এবারও মালিক অম্বর পরাজিত হন। এবারের যুদ্ধে মোগল বাহিনী বিজাপুর, আহম্মদনগর ও গোলকুণ্ডা অধিকার করেন। এই সময় মালিক অম্বর বিপুল অঙ্কের টাকা নজরানা দিয়ে মোগলদের সাথে সন্ধি করেন।

Комментарии

Информация по комментариям в разработке