সিলেট আবাসিক হোটেলে অন্যের বউ সহ আওয়ামী লীগের নেতা আটক | Sylhet news today

Описание к видео সিলেট আবাসিক হোটেলে অন্যের বউ সহ আওয়ামী লীগের নেতা আটক | Sylhet news today

সিলেটে হোটেলে আওয়ামীলীগ নেতা অন্যের বউ
সহ আ-ট-ক!

সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আ-ট-ক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

জানা যায়, তিনি প-র-কী-য়া প্রেমিকা নিয়ে হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করে অ-সামাজিক কার্যকলাকে লি-প্ত ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আ-ট-ক করে।

আটকের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক।

তিনি বলেন- আজ বিকাল তিনটার দিকে তাদের আ-ট-ক করা হয়েছে। পুলিশ তাদের থানায় নিয়ে আসছে। পরে বিস্তারিত বলতে পারবো।

Комментарии

Информация по комментариям в разработке