ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবনের কাহিনী |Sardar Ballabhbhai patel

Описание к видео ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল এর ব্যক্তিগত জীবনের কাহিনী |Sardar Ballabhbhai patel

সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটের প্রভাবশালী পতিদার সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন সর্দার প্যাটেল। স্ত্রীকে হারানোর দুই বছর পর ১৯১১ সালে ৩৬ বছর বয়সে তিনি ইংল্যান্ডের মিডল টেম্পলে আইন বিষয়ে পড়াশোনা করতে যান। ৩৬ মাসের কোর্স ৩০ মাসে শেষ করে তিনি ভারতে ফিরে এসে আহমেদাবাদে থিতু হন এবং ব্যরিস্টার হিসেবে বেশ সুনাম অর্জন করেন। স্ত্রী জাভেরি, কন্যা মানিবেন এবং পুত্র দয়াভাইকে নিয়ে ছিলো তার সংসার। পাঁচ বছরের কন্যা ও তিন বছরের পুত্রকে রেখে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন৷১৯১৮ সালে মহাত্মা গান্ধীর সাথে এক সভায় দেখা হওয়াটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি গান্ধীর জীবন দর্শনে ব্যাপক প্রভাবিত হন এবং গান্ধীর ডাকে অনেক সাধনায় অর্জিত চাকরি ছেড়ে দেশ স্বাধীন করার আন্দোলনে যোগদান করেন। ১৯১৭ সালে তাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাট শাখার সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়।প্যাটেল গান্ধীর মধ্যে একজন নিখুঁত নেতা দেখেছিলেন যিনি সাহসী, প্রতিশ্রুতিবদ্ধ এবং উদ্ভাবনী ছিলেন। তিনি দার্শনিক আলোচনায় খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু তিনি গান্ধীর কাছ থেকে চরকা, খাদি, অহিংস কৌশল, সাম্প্রদায়িক সম্প্রীতি, অস্পৃশ্যতা দূরীকরণের মতো বিষয়গুলোকে গ্রহণ ও অভ্যন্তরীণভাবে নিজের বোধগম্যতায় গ্রহণ করেছিলেন।
#biography
#viralvideo
#sardarballabhbhaipatel
#statueofunity
#freedomfighters
#indianhistory

Комментарии

Информация по комментариям в разработке