কলকাতার ১৩২ বছরের ঐতিহ্য হাতে টানা রিকশার দিন কি ফুরিয়ে আসছে || Handpulled Rikshaws of Kolkata

Описание к видео কলকাতার ১৩২ বছরের ঐতিহ্য হাতে টানা রিকশার দিন কি ফুরিয়ে আসছে || Handpulled Rikshaws of Kolkata

কলকাতা। ভারতবর্ষের অন্যতম বৃহৎ নগরী ও ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত বহুকাল আগে থেকেই। বাঙালির চিরায়ত ঐতিহ্যেরও অন্যতম ধারক-বাহক এই পুরাতন নগরী। এই নগরী ক্রমেই আরো আধুনিক হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। সুউচ্চ ভবনের পাশাপাশি মসৃন রাজপথে বাড়ছে আধুনিক যানবাহন। কিন্তু যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার ডামাডোলেও এই শহরে এখনো টিকে আছে হাতে টানা রিকশা।

হাতে টানা রিকশা কলকাতার ১৩২ বছরের ইতিহাসের সাক্ষী। কাঠের তৈরি পুরাতন এই বাহনে কোনো ইঞ্জিন ছিলো না কোনো কালেই। মানুষই এই রিকশার চালিকাশক্তি। মানুষ মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে টেনে নিয়ে ছুটে চলে। এ কারণেই এর নাম টানা রিকশা।

যদি বলা হয়, একটি ছবি দিয়ে একটি শহরকে বুঝাতে হবে। অর্থাৎ একটি ছবিই বলে দেবে শহরটির পরিচয়। তাহলে শহর কলকাতাকে বোঝাতে টানা রিকশার ছবিই যথেষ্ট। কারণ ভারতবর্ষের আর কোথাও কাঠের তৈরি এই টানা রিকশার চল নেই।


#handpulled_rikshaws #kolkata #হাতে_টানা_রিকশা #কলকাতা

Комментарии

Информация по комментариям в разработке