শালবন বিহার কু‌মিল্লা।শালবন বিহা‌রের ই‌তিহাস। Shalbon Bihar Comilla

Описание к видео শালবন বিহার কু‌মিল্লা।শালবন বিহা‌রের ই‌তিহাস। Shalbon Bihar Comilla

#শালবন_বিহার
ঢাকা থে‌কে প্রায় ১০০ কি‌লো মিটার দুর‌ত্বে অব‌স্থিত কু‌মিল্লার বিখ‌্যাত প্রাচীন ও ঐ‌তিহা‌সিক নিদর্শন শালবন বিহার। ঢাকার সায়দোবাদ বাসস্ট‌্যান্ড থে‌কে মাত্র ২০০ টাকা বাস ভাড়া দি‌য়ে অনায়া‌সে ঘু‌ড়ে পা‌রেন এই প্রাচীন প্রত্মতা‌ত্বিক নিদর্শন থে‌কে। সে ক্ষে‌ত্রে অাপনা‌কে নাম‌তে হ‌বে কু‌মিল্লার কোর্ট বাসস্ট‌্যান্ড নামক স্থা‌নে। সেখান থে‌কে ই‌জিবাই‌কে ক‌রে খুব সহ‌জেই চ‌লে যে‌তে পার‌বেন পুরাতন শালবন বিহা‌রে।
শালবন বে‌ৗদ্ধ‌বিহার বাংলা‌দে‌শের প্রচীন নিদর্শনগু‌লোর ম‌ধ্যে অন‌্যতম। কু‌মিল্লা জেলার লালমাই ময়নাম‌তির ম‌তো এ‌টি এক‌টি প্রাচীন বৌদ্ধ বিহার। এ‌টি মুলত ১২০০ প্রত্নতা‌ত্বিক এলাকা হি‌সে‌বে প‌রি‌চিত। কু‌মিল্লার ময়নাম‌তি‌তে খননকৃত প্রাচীন নিদর্শনের ম‌ধ্যে শালবন বৌদ্ধ বিহার প্রধান। কু‌মিল্লার কোটবাড়ী এলাকার লালমাই পাহ‌া‌ড়ের মাঝাম‌ঝি অব‌স্থিত। বিহার‌টির অা‌শেপা‌শে একসময় ঘন শাল ও গজারী বন ছি‌লো ব‌লে এর নাম শালবন বিহার না‌মে প‌রি‌চিত। এই বিহার‌টি পাহাড়পুর মহাস্থাগড় বিহা‌রের ম‌তো হ‌লেও অাকা‌রে ছোট। ধারনা করা হয় খ্রী‌ষ্টিয় সপ্তম শতাব্দীর শেষ থে‌কে অষ্টম শতাব্দীর প্রথম ভা‌গে দেব বং‌শের চতুর্থ রাজা শ্রীভব দেব এই বৌদ্ধ বিহার‌টি নির্মান ক‌রেন।
#শালবনবিহারকু‌মিল্লা
#শালবনবৌদ্ধ‌বিহারকু‌মিল্লা
#শালবন‌বিহারময়নাম‌তি
#কু‌মিল্লারদর্শনীয়স্থান

Комментарии

Информация по комментариям в разработке