আসসালামু আলাইকুম
☘ দানটি যেন কেবলমাত্র আল্লাহর জন্যই হয় এবং এতে লোক দেখানোর কোন উদ্দেশ্য যেন জড়িয়ে না পড়ে
🌿ভাল নিয়তে নিয়তে গোপনে দানকারী ব্যক্তির জন্য রাসুলুল্লাহ (সা.) কেয়ামত দিবসে একটি বিশেষ মর্যাদার কথা ঘোষণা করেছেন। তিনি ইরশাদ করেন, গোপনে দানকারী ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে।
عن أبي أمامة الباهلي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم يقول: «دَاوُوا مَرضاكُمْ بِالصَّدقةِ
হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর।
(সহিহুল জামে, মাজমাউয যাওয়ায়েদ, আবু দাউদ ফি মারাসিল)
পরিশেষে...
এর মানে এই নয় যে, বাহ্যিক ব্যবস্থাপনা গ্রহণ করা যাবে না এবং অসুস্থাবস্থায় ডাক্তারের স্মরণাপন্ন হওয়া যাবে না। বরং অসুস্থ হলে ডাক্তারের কাছেও যেতে হবে। সুতরাং এ বিশ্বাস রাখতে হবে যে, নিঃসন্দেহে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বিশুদ্ধ এবং সন্দেহাতীত কথা যে, এমন এক মহান সত্ত্বা রয়েছেন যিনি কোনো ওষুধ ব্যতিতই রোগীকে সুস্থ করতে পারেন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে সাদকা করার মাধ্যমে জটিল ও কঠিন রোগ থেকে হিফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।
🔆সাদকার মাধ্যমে চিকিৎসার আরো একটি বাস্তব ঘটনা---
দামেস্কের হাসপাতালে চাকরিরত অবিবাহিত ডাক্তার ঈসা মারযুকী। শরীর খারাপ হওয়ায় চেকআপে জানা গেল সে ক্যান্সারে আক্রান্ত। তখন তার বিবাহের কথা চলছিল। পাত্রীকে জানানো হলো তাকে যেন বিবাহ না করে। কারণ সে ক্যান্সারে আক্রান্ত। কিন্তু হবু স্ত্রী তাদের খবরকে প্রত্যাখ্যান করলো। চিকিৎসা শুরু হলো কিছুতেই কিছু হলো না। দিন দিন শরীর খারাপ হতে থাকল। মেডিকেল রিপোর্ট আসলো সে আর দিন কয়েক পৃথিবীতে বেঁচে থাকতে পারে।
এদিকে ডা. ঈসা মারযুকী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস পড়েছিল যেখানে বর্ণিত ছিল-
عن أبي أمامة الباهلي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم يقول: «دَاوُوا مَرضاكُمْ بِالصَّدقةِ
অর্থ : হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর। (সহিহুল জামে, মাজমাউয যাওয়ায়েদ, আবু দাউদ ফি মারাসিল)
এমতাবস্থায় তার এ হাদিসের কথা স্মরণ হলো এবং সে মাথা উঠিয়ে জানতে চাইল- হাদিসটি কি সঠিক? যদি সহিহ, সঠিক হয় তবে সাদকার মাধ্যমেই আমার রোগের চিকিৎসা হওয়া উচিত। কেননা বহু চিকিৎসাইতো করা হলো। একটি নিঃস্ব পরিবার সম্পর্কে তার জানা ছিল। তাদের গৃহকর্তা মৃত্যুবরণ করেছিল এবং তারা খুব মানবেতর জীবন-যাপন করতে ছিল। চিকিৎসায় তার পূঁজি প্রায় শেষ। যে টুকু ছিল তা সে তার এক বন্ধুকে দিয়ে ঐ বাড়িতে পৌঁছে দিল এবং সবকিছু তাঁদেরকে জানাল যে, সে এ সাদকার মাধ্যমে আরোগ্য লাভ করার আশা করে। অতএব তার সুস্থতার জন্য দোয়া করুন।
সত্যিই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ বাণীর প্রতিক্রিয়া সত্যে পরিণত হলো, সে আস্তে আস্তে সুস্থ্যতা লাভ করতে লাগলো। কিছুদিন পর চিকিৎসকদের বোর্ডের সামনে সে আবারো আসলো। পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্টে দেখা গেল সে সম্পূর্ণ সুস্থ। সে বোর্ডকে জানাল যে, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিয়েছি।
🌺আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নফল সাদকা গোপনে দান করলে তাতে ৭০ গুণ বেশি সাওয়াব লাভ হয়, পক্ষান্তরে ফরজ সাদকা তথা জাকাত প্রকাশ্যে আদায় করলে তাতে ২৫ গুণ বেশি সাওয়াব পাওয়া যায়।
💕প্রিয়নবি বলেছেন, ‘নিশ্চয় সাদকা বা দান পাপাচারের কারণে আল্লাহর গজবের যে আগুন সৃষ্টি হয় তাকে নিভিয়ে দেয়। (তিরমিজি)
সাদকা করার ফলে, মনের ভিতর আনন্দের এক ধরনের তরঙগ আলোরন সৃষ্টি হয় বলে দান কারি বেক্তি মনের শান্তি আসে, শক্তি বৃদ্ধি পায় । দান সাদকা এতই বেশি শক্তি সালি যে কিছু সময় দেহের White blood cell কে পর্যন্ত আন্দলিত করে immunity power বারিয়ে দেয় বলে এই শক্তিতে দেহের রোগ ব্যাধি দূর হয়। রোগের সময় দান সাদকা করার নিয়ম ,কেননা দান সাদকা দরুন আল্লাহ খুশু হয়ে রোগ দূর করে দেন আর আয় বারিয়ে দেন
🌿 হজরত বাহয ইবনে হাকিম হতে বর্ণিত তিনি তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘গোপন দান বরকতময় আল্লাহ তাআলার ক্রোধ নিপতিত করে।’ (তাবরানি, তারগিব)
✅যে কারণে সন্তানের পাপ পিতার উপর বর্তায় #shorts
• যে কারণে সন্তানের পাপ পিতার উপর বর্তায় #sh...
✅প্রসিদ্ধ ৪ টি আসমানী কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে? তাওরাত, যাবুর ও ইন্জিল কোন ভাষায় নাযিল হয়েছে?
• প্রসিদ্ধ ৪ টি আসমানী কিতাব কোন ভাষায় নাজিল...
✅দাম্পত্য জীবনে রাসূল (সা.) এর সুন্নাহ।
• দাম্পত্য জীবনে রাসূল (সা.) এর সুন্নাহ।
হাদিসের মাধ্যমে চিকিৎসা । সদকার মাধ্যমে রোগ মুক্তির একটি ঘটনা,সদকার মাধ্যমে রোগ মুক্তির একটি ঘটনা,হাদিসের মাধ্যমে চিকিৎসা,A case of remission of disease through charity,রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর।,«دَاوُوا مَرضاكُمْ بِالصَّدقةِ,(সহিহুল জামে,মাজমাউয যাওয়ায়েদ,আবু দাউদ ফি মারাসিল),সাদকার মাধ্যমে চিকিৎসা,সাদকার মাধ্যমে বিস্সয়কর ফজিলত চিকিৎসা,সদকা,চিকিৎসা,রোগ মুক্তির একটি ঘটনা,একটি ঘটনা,islamic kahini
Информация по комментариям в разработке