Lalbagh Fort, Dhaka। লালবাগ কেল্লা, ঢাকা। রহস্যময় লালবাগ দুর্গ ভ্রমণের সকল তথ্য ও গাইডলাইন।

Описание к видео Lalbagh Fort, Dhaka। লালবাগ কেল্লা, ঢাকা। রহস্যময় লালবাগ দুর্গ ভ্রমণের সকল তথ্য ও গাইডলাইন।

"লালবাগ কেল্লা" বলতে যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরীবিবির সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" নাম বদলে "লালবাগ" নামকরণ করা হয়। আর, দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে।

ট্যুর প্ল্যান___
লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্যে অন্তত এক ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। লালবাগ কেল্লা থেকে সহজেই তারা মসজিদ, হোসেনি দালান, আহসান মঞ্জিল, সদরঘাট, অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন।

প্রবেশ টিকেট মূল্য___
লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকেট কাউন্টার। বাংলাদেশী পর্যটকদের জন্যে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্যে ১০০ টাকা এবং বিদেশী পর্যটকদের টিকেটের মূল্য জন প্রতি ২০০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের প্রবেশ করতে টিকেট এর প্রয়োজন নেই।

CONTACT US___
E-mail: [email protected]
Facebook:   / fahimslawsentialworld  

Music: Harmony
Musician: @iksonmusic

"লালবাগ কেল্লা" ভ্রমণ নিয়ে আরও কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদের কে জানান। প্লিজ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

#fahimslawsentialworld #mohammadfahim #travel #lalbagh #lalbaghfort #lalbaghkella #dhaka #tour #vlog

Комментарии

Информация по комментариям в разработке