যে ১০ সিনেমা ২০২২ সালটা কাপাবে! থ্রিপল আর এবং কেজিএফ টু’র পর ডক্টর স্ট্রেঞ্জও ইন্ডিয়া কাপিয়ে দিয়েছে। যদিও ডক্টর স্ট্রেঞ্জ-হলিউড মুভি, কিন্তু এই মুভি নিয়ে ইন্ডিয়ায় মাতামাতির শেষ নেই। শেষ নেই বলেই এটি ওপেনিং-এ ৩০কোটির কাছাকাছি ব্যবসা দিয়েছে। তো এই রকম আরো ১০টি মুভি এ বছর মুক্তির লিস্টে আছে, যেগুলো পুরো ইন্ডিয়া’কে কাপিয়ে দিতে প্রস্তুত। চলুন বেশি প্যাচাল না পেরে, মুভিগুলো দেখে নেওয়া যাক।
নাম্বার 1 বিক্রম: তামিল সুপারস্টার কমল হাসানের এই মুভিটি প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি পাচ্ছে। যার কারণে ইতোমধ্যে মেকার্সরা বিক্রমের প্রমোশন শুরু করে দিয়েছে। বিশাল স্কেলে নির্মিত মুভিটিতে কমল হাসানের পাশাপাশি দেখা যাবে বিজয় সেতুপতি এবং ফাহাদ ফজিলকে। মুভিটির টিজার অনেক আগেই মুক্তি দেওয়া হয়েছিল, যেটা ছিল বেশ ইমপ্রেসিভ। কিছুদিন আগে একটি গ্লিম্পস্ও ছাড়া হয়, যেটার ভিজিএম আমার কাছে পুরাই আগুন মনে হয়েছে। তো বিক্রম বক্স অফিসে মুক্তি পাচ্ছে ৩ই জুন।
নাম্বার 2 জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন: হলিউড মুভি জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের তিন নাম্বার মুভি এটি। এই সিরিজটি ইন্ডিয়ায় প্রচুর পপুলার। এর আগে বিশ্বকাপানো জুরাসি ওয়ার্ল্ড এবং জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম – ইন্ডিয়ান বক্স অফিস থেকে যথাক্রমে ১৪৫ এবং ১৩০কোটিরে উপরে ব্যবসা করে। ফলে ডোমিনিয়নও যে ইন্ডিয়ান বক্স অফিসে ঝড় তুলবে, এটা প্রায় নিশ্চিত। তো সারা বিশ্বের মত ইন্ডিয়ায়ও এই মুভিটি ১০ই জুন মুক্তি পাচ্ছে।
নাম্বার 3 বিক্রান্ত রোনা: কান্নাড়া’র কেজিএফ এর পর আরো একটি মুভি পুরো ভারতে ঝড় তুলতে যাচ্ছে। আর সেটি হচ্ছে বিক্রান্ত রোনা। সুদীপ অভিনীত এই মুভিটি ফ্যান্টাসি অডভ্যাঞ্জার ধর্মী একটি মুভি, যেটির টিজার ইতোমধ্যে ভীষণ হাইপ সৃষ্টি করেছে। ৯৫ কোটি বাজেটে নির্মিত মুভিটি কান্নাড়া’র পাশাপাশি ইংলিশ, হিন্দি, তেলুগু, তামিল এবং মালয়ালম ভাষায়ও ডাব হচ্ছে। ফলে ২৮শে জুলাই এটি মোট ৬টি ভাষায় এক যোগে, সারা বিশ্বে মুক্তি পাবে।
নাম্বার 4 লাল সিং চাড্ডা: আমির খানের এই মুভিটি বলিউডের বহুল প্রতীক্ষিত একটি মুভি, যেখানে আমিরের বিপরীতে কাজ করেছে কারিনা কাপুর খান। কমেডি ড্রামা বেইজড এই মুভিটি হলিউড মুভি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক হলেও, স্ক্রিপ্টে ভারতীয় ফ্লেভার যোগ করার জন্য আমির অনেক কাট-ছাট করেছে। ফলে রিমেক বলে, এই মুভিটিকে অবহেলা করার মত দর্শক খুব একটা পাওয়া যাবে না। তো মুভিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে ১১ই আগস্ট।
নাম্বার 6 ব্রহ্মাস্ত্র: পার্ট 1: সুপার-এডভেঞ্জার জনরার এই মুভিটি বলিউডের গেম চেঞ্জার হতে পারে। প্যান ইন্ডিয়া’কে টার্গেট করে নির্মিত মুভিটিতে রনভীর’কে একজন সুপার হিরো হিসেবে তুলে ধরা হবে। ইতোমধ্যে গ্লিম্পসে তারি আবাস পাওয়া যায়। সেই সাথে এই মুভির মধ্য দিয়ে প্রথমবারের মত সদ্য বিবাহিত রনবীর-আলিয়া’কে একসাথে দেখা যাবে। তো তিন পার্টে নির্মিত মুভিটির প্রথম পার্ট মুক্তি পাচ্ছে ৯ই সেপ্টম্বর।
নাম্বার 8 বিক্রম বেদা রিমেক: তো রিমেক হলেও, এটিতে কাজ করছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশান। তিনি এই মুভির বেদার ক্যারেক্টারটা প্লে করছে। পাশাপাশি বিক্রম ক্যারেক্টারে দেখা যাবে সাইফ আলী খান’কে। হৃত্বিক-সাইফের লুক নিয়ে ইতোমধ্যে, চারিদিকে প্রচুর হাইপ সৃষ্টি হয়েছে। ফলে বক্স অফিসে মুভিটি বেশ ভাল করতে পারে। তো মুভিটি রিলিজ পাচ্ছে 30শে সেপ্টম্বর।
নাম্বার 9 অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার। এটা এমন একটা মুভি, যেটার হাইপ শুধু ভারতে নয়, বরং পুরো বিশ্বে ছড়িয়ে গেছে। হলিউডের এই মুভিটি দেখার জন্য দর্শক ১৩বছর ধরে অপেক্ষা করছে। কেননা এই সিরিজের ১ম মুভি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। ঐ বছরই এটি সারা বিশ্ব থেকে বাংলাদেশী টাকায় প্রায় ২৫ হাজার কোটি টাকা আয় করেছিল, যেটার রেকর্ড এখন পযন্ত কেউ ভাঙ্গতে পারে নি। ইভেন ইন্ডিয়া থেকেও এটি ১০০কোটির উপরে ব্যবসা করে। ফলে এ সিরিজের দ্বিতীয় মুভিও যে সাংঘাতিক ব্যবসা করবে তাতে কোন সন্দেহ নেই। তো অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সারা বিশ্বের মত ভারতেও মুক্তি পাচ্ছে ১৬ই ডিসেম্বর।
দয়া করে ‘রঙধারা’ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : https://bit.ly/2MioTIC
সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রাখুন।
কপি কিংবা ভুয়া খবর নয়, আসল বিনোদন খবরের জন্য ‘রঙধারা’র উপর বিশ্বাস রাখুন।
বি.দ্র:
এ ভিডিওতে কোনভাবেই কোন ব্যক্তি কিংবা কোম্পানি কিংবা এ সংশ্লিষ্ট কোন কিছুকেই কোন ভাবেই ক্ষতিগ্রস্থ করা’কে সমর্থন করে না কিংবা সেই উদ্দেশ্য রাখে না। তাই উল্লেখিত কোন পক্ষ যদি ক্ষতিগ্রস্থ হয়, তবে তা নিতান্তই কাকতালীয়/অনিচ্ছাকৃত। সে জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী!
কপিরাইট:
এ ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক কপি করে ওয়েবদুনিয়ায় (ইউটিউব, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট ইত্যাদি) প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। কপিরাইট আইন ১৯৭৬ সালের সেকশন ১০৭ অনুযায়ী তা অপরাধযোগ্যও বটে। সুতরাং ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন!
রঙধারার ফেইসবুক পেইজ : / rongdhara
রঙধারা’কে ইমেইল করতে চাইলে : [email protected]
Disclaimer:
Video and Music Disclaimer Under Creative Common | Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Tag: avatar the way of water, indian upcoming 10 movies, top 10 upcoming movies 2022, vikram, vikram vedha, laal singh chaddha, krrish 4, hrithik krrish 4, aamir khan laal singh chaddha, shahrukh khan pathan, salman khan tiger 3, allu arjun pushpa 2, yash kgf chapter 3
#UpcomingMovies #Top10Movies #HindiMovies #IndianMovies #rongdhara
Информация по комментариям в разработке