জারী রচনা সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী (রাঃ) আউলিয়া মিয়া সাহেব।
ঐতিহাসিক সুলতানশী হাবিলী দরবার এ মোস্তফা হবিগঞ্জ
জারী সংরক্ষণ করেছেন খাদেম জহির উদ্দিন ও রানা চৌধুরী
কাইন্দে ছকিনায় বলইন হায় হায় ভাই আকবর, নবিজির সুরত আল্লায় দিয়াছইন তোমায়। কাইন্দে ছকিনায় !
১ আল্লাহ হায় হায়রে, কেহ বলে পানি দেও ক্ষিমারও মাঝার, পানি পানি কইরা সুর পড়িল ক্ষিমায়, মাসুম আছগর বলইন পানি দেও আমায়, এক কাত্রা পানির লাগি প্রাণী যায় ক্ষিমায়!
২ আল্লাহ হায় হায়রে, দুধের ভাই আছাগর আমার পানি চাইয়াছিলা, বাবাজীর কোলেতে বসি ফেরাতে গেছিলা, পানি না খাইয়ারে ভাই পরান ত্যাজিলা, পানির বদলে দেখি লউয়ে লাল হইলা!
৩ আল্লাহ হায় হায়রে, বাবাজীর বুকের আসন তুমি তো আছিলে, পানি না খাইয়া তুমি ফিরিয়া আসিলে, ঝুলনায় ঝুলিতে রে ভাই কতইনা আদরে, ঝুলনা তো আছে ক্ষিমায় তুমি দেখি নাই!
৪ আল্লাহ হায় হায়রে, দেখ ভাই আকবর আলী দেখরে চাহিয়া, চক্ষের সামনে আছগর গিয়াছইন ডলিয়া, আর গেলা বিয়ার দুলা কাছুম চলিয়া, জিন্দেগীর খেলা ভাইদের গেল যে ভাঙ্গিয়া!
৫ আল্লাহ হায় হায়রে, শুনরে ভাই আলী আকবর শুন কান দিয়া, কেমনে বাইন্ধাছো বুক ভাইর ভাই হইয়া, তোমার কি লাগেনা মায়া ভাইদের লাগিয়া, কেমনে বান্ধিয়া বুক রইয়াছো বসিয়া!
৬ আল্লাহ হায় হায়রে, কাছুম চলিয়া গেলা দুনিয়া ছাড়িয়া, মনে বড় আশা করি রইয়াছি বসিয়া, তোমাদের লইয়া ভাই যাইমু ফিরিয়া, সেই আশা নৈরাশা করি তুমি যাও চলিয়া!
৭ আল্লাহ হায় হায়রে, কান্দিয়া কান্দিয়া আকবর কইন ছকিনারে, আমি যে যাইমু বইন কাফইরের রণে, নাইযে ভরসা আর আসিমু ক্ষিমাতে, তোমাদেরে সঁপে যাই আল্লার দরবারে!
৮ আল্লাহ হায় হায়রে, কান্দিয়া কান্দিয়া আকবর বাবার কাছে গেলা, রণে যাইতে ইমাম বিদায় যে দিলা, আকবর বলইন বাবা যাই যে চলিয়া, কিয়ামতে আল্লাহ তালায় দিবা মিলাইয়া!
৯ আল্লাহ হায় হায়রে, অধমে মনতি করি ইমামের চরণে, আমারে রাখিও তোমার যুগল চরণে, মনে বড় আশা করি রইয়াছি বসিয়া, মরণকালে দিও দেখা রহিম হইয়া!
১০ আল্লাহ হায় হায়রে, সৈয়দ আউলিয়ায় কইন ইমামের চরণে, পাঞ্জাতনের আশা রাখি কিয়ামতের দিনে, পাঞ্জাতন বিহনেরে উদ্বারের জায়গা নাই, মোস্তফা হবিব মোকামের চরণ যেন পাই!
প্রিয় শ্রোতা, আসসালামুআলাইকুম আশা করি আপনারা ভাল আছেন। " Dinohin Music " পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই চ্যানেলে আপনারা ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল, ইসলামিক সংগীত, ইসলামিক আলোচনা আধ্যাত্মিক সংগীত বিভিন্ন ধরনের বাউল গান ও জারি মরছিয়া ও কারবালার মাত্তম পাবেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল কে সাবক্রাইব করুন । ধন্যবাদ,
Информация по комментариям в разработке