লজিক ফাংশন কীভাবে সরলিকরণ করা হয় এবং কী তার প্রয়োজনিয়তা
লজিক ফাংশন সরলীকরণের নিয়ম
আমরা চতুর্থ বা পঞ্চম শ্রেনিতে গনিতে সরল করার সময় সরলীকরণের পর্যায়ক্রম মনে রাখতে BODMAS নিয়ম ব্যবহার করেছিলাম। লজিক ফাংশন সরলীকরণেও এরকম ই কিছু নিয়ম আছে।
নিয়ম গুলোকে পর্যায়ক্রমে মনে রাখার জন্য বলতে পার “Left to Right B NAO”!
(লেফট টু রাইট বি নাও )
বুঝলে কিছু? সমস্যা নেই! না বুঝলে এখনি বুঝবে। আগে নিয়ম গুলো দেখে নিই।
১. সমীকরণের বাম দিক থেকে ডানে সরলীকরণ করতে হবে। তাই এই জন্য Left to Right। তবে কিছু বইয়ে “সরলীকরণ ডান বা বাম; যেকোনো দিক থেকেই করা যায়” বলে উল্লেখ আছে। তাতেও কোন সমস্যা নেই।
২. বন্ধনি বা Bracket “(…..)” এর কাজ আগে করতে হবে। তাই এই জন্য B ।
৩. এরপর পূরক বা NOT অপারেশনের কাজ করতে হবে। তাই এই জন্য N ।
৪. তারপর AND অপারেশনের কাজ করতে হবে। তাই এ জন্য A ।
৫. এরপর সকল OR অপারেশনের কাজ করতে হবে। তাই এ জন্য O ।
আর এই হল Left to Right B NAO নিয়ম !
আরও একটা বিষয় এক্ষেত্রে মনে রাখবে, সরলীকরণের প্রতিটি ধাপে এবং যথাস্থানে বুলিয়ান উপপাদ্য, স্বতঃসিদ্ধ, সূত্র এবং ডি-মরগ্যানের উপপাদ্য যদি প্রয়োগ করতে হয়, অবশ্যই তা প্রয়োগ করবে। এটাও কিন্তু একটি নিয়ম।
এবার একটু যাচাই করে দেখা যাক কেমন শিখলাম …
আমাদের ক্লাসগুলোতো আমরা আইসিটির প্রত্যেকটা বিষয় সহজ ও সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি, তবে আমাদের ক্লাস গুলো একটু অন্য ধরনের, প্রথমে আপনার মনে হতে পারে ক্লাস গুলো ভালো হচ্ছেনা, আমাদের ক্লাস গুলো ভালো ভাবে বুঝতে আপনাকে সবটা ক্লাস দেখতে হবে। অনেক সময় আমরা একটু অন্য আলোচনা দিয়ে আরম্ করি যা প্রথমে আপনার কাছে খাপছাড়া মনে হতে পারে। কিন্তু সবটা একট মনযোগ দিয়ে দেখরে আপনি বিষয়টি ঠিক বুঝতে পারবেন। আমাদের যে সকল ক্লাস রয়ে ছে-- বুলিয়ান এলজেব্রা, বাইনারি গনি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এবং তাদের পারস্পরিক পরিবর্তন, সংখ্যা পদ্ধতির পারষ্পরিক পরিবর্তন। যথা বাইনারি থেক অক্টাল, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে হ্যাক্সাডেসিমেল, এবং তাদের পারষ্পরিক পরিবর্তন। আরো আছে বাইনারি যোগ বিয়োগ, আছে ডিজিটাল ডিভইস, আছে বুলিয়ান সমীকরণ, সমীকরণ তৈরি, বুলিয়ান সমীকরণ সরলীকরণ, এইচটিএমএল, সি প্রোগ্রামিং, বিভিন্ন প্রকার গেইট বিভিন্ন গানিতিক সূত্র এবং ত্রীকোনমিতি। ত্রিকোনমিতি বিভিন্ন অনুপাত আমরা প্রচলিত ধারার বাইরে গিয়ে বোঝাতে চেষ্টা করেছি, যা আপনার কাছে নিশ্চয় সহজ এবং সাবলিল মনে হবে। here u find binary number system , Octal number system, Hexadecimal number system, decimal number system and there transformation each other. like binary to decimal, decimal to binary, octal to binary, binary to octal, hexadecimal to binary, binary to hexadecimal, we also made some class various kind o gate, like or-gate, and-gate, not-gate orgate andgate, notgate, and universal gate, x-or gate, x-nor gate, adder circuit, half adder circuit, full adder circuit, and many kind of logic diagram, Welcome our ICT Class.
HSC ICT
ICT : লজিক গেইট [HSC | Admission] ,
ICT 10 minute school ,
ICT- ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML Part 1 ,
ICT : Encoder and Decoder [HSC | Admission] ,
HSC ICT 3.2 Boolean Algebra with Fun ,
Introduction to Boolean Algebra (Part 1) ,
Boolean Algebra Bangla/বাংলা ,
Boolean algebra #1: Basic laws and rules ,
How to simplify 4 variable Boolean expression,
Digital Electronics -- Boolean Algebra and Simplification ,
How to simplify 4 variable Boolean expression ,
Binary Numbers and Base Systems as Fast as Possible ,
ICT : লজিক গেইট [HSC | Admission]
04. Logic Gate Part 02 | লজিক গেইট পর্ব ০২ ,
OnnoRokom Pathshala
হিন্দিতে লজিক গেটের
ICT : লজিক গেইট [HSC | Admission]
Информация по комментариям в разработке