আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
কবর পাকা করা: হাদিস কি বলে?
জাবের (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, পাকা কবর করতে, সেখানে বসতে ও তার উপর সৌধ নির্মাণ করতে। [মুসলিম হাদিস; নাম্বার ৯৭০]।
ছুমামা বিন শুফাই (রাদিআল্লাহু আনহু) বলেন, আমরা ফাযালাহ বিন উবায়েদ (রাদিআল্লাহু আনহু)-এর সাথে রোমকদের এলাকায় ছিলাম, সে সময় আমাদের একজন সাথী মৃত্যুবরণ করেন, ফাযালাহ আমাদেরকে নির্দেশ দিলেন তার কবরটি সমান করে দেয়ার জন্য এবং তা সমান করে দেয়া হলো। অতঃপর তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-কে কবর সমান করে দেয়ার আদেশ দিতে শুনেছি। [মুসলিম শরীফের ৯৬৮]।
কবর ও মাজার সম্পর্কে রাসূল (ﷺ)-এর আদেশ
রাসূল (ﷺ) বলেছেন, কবরে সিজদাহ করা হারাম। (বুখারি: ১৩৩০)।
কবর পাকা করা হারাম। (মুসলিম: ২২৪৫)।
কবরের উপর গিলাফ দেয়া, মোমবাতি জ্বালানো হারাম। (নাসাঈ:২০৪৭)।
কবরের উপর লিখা হারাম। (আবু দাউদ: ৩২২৬)।
কবরের পাশে গোল করে জামাত বন্ধী হয়ে বসা হারাম। (মুসলিম:২২৫০)।
কবরের মধ্যে বা পাশে ওরস-মেলা ইত্যাদি করা হারাম। (আবু দাউদ:২০৪২)।
রাসূল (ﷺ) আরো বলেন, তোমরা কবরকে মসজিদের স্থান বানিয়ে নিও না। (মুসলিম: ২১১৬)।
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলেন, কবর জীবন মানুষের দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী জীবন। এই জীবন মানুষের বাস্তব জীবনের বিপরীত। দুনিয়ার কোনো মানুষ বারযাখি জীবন সম্বদ্ধে খবর রাখে না। কবরের শান্তি বা শাস্তি কোনো কিছুই টের পায় না। সেখানকার অবস্তা দেখা তো দুরের কথা, মানুষ ও জ্বীনের পক্ষে শুনাও সম্ভব নয়। (সহি বুখারি:১১৩৮, ১৩৪৭)।
কোনো কবর-কেই মাজার বানানো যায় না, উঁচু করা যাবে না।
রাসূল (ﷺ) কবর উঁচু করতে, পাকা করতে, তার উপর সৌধ নির্মাণ করতে ও বসতে নিষেধ করেছেন। (মুসলিম, মিশকাত হা/১৬৯৬-৯৭)।
কবরস্থানে দাঁড়িয়ে একাকী হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া করবে। তবে সেখানে দোয়া ব্যতীত সালাত, তিলওয়াত, যিকির-আযকর, দান-সাদকাহ কিছু জায়েজ নয়। (মুসলিম:৯৭৪,নাসাঈ:২০৩৭)।
সেখানে নিজের জন্য দোয়া করাও যায়। কারণ কবরস্থানে দোয়া করলে মৃত্যুর কথা অধিক স্বরণ হয়। (মুসলিম: ৫৭৪, মিশকাত: ১৭৬৩)।
আয়েশা (রাদিআল্লাহু আনহা) বলেন, ‘সে আশংকা না থাকলে তার কবরকে উন্মুক্ত রাখা হতো। কিন্তু আমি আশংকা করি যে, (উন্মুক্ত রাখা হলে) একে মসজিদে পরিণত করা হবে।’ (মুসলিম ৮২৩; আল লু’লু ওয়াল মারজান ৩০৬)।
আবু হুরায়রাহ (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াহুদ (ইহুদি) ও নাসারাদের (খ্রিস্টান) উপর অভিসম্পাত বর্ষণ করুন। কারণ তারা তাদের নাবীদের কবর সমুহকে মসজিদ বা সেজদার স্থান বানিয়ে নিয়েছে। (মুসলিম ৮২৪, ৮২৫, আহমাদ; সহীহ; ১৬৯১)।
আবদুল্লাহ ইবন মাসউদ (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, জীবিত অবস্থায় যাদের উপর কিয়ামত সংঘটিত হবে, তারা হলো মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট লোক। এবং যারা কবর সমুহকে মসজিদ বানাবে তারাও সর্বাধিক নিকৃষ্ট লোক। (ইবন খুযায়মাহ; সহীহ; ১/৯২/২)।
আবু সাঈদ খুদরি (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত; রাসূল (ﷺ) কবরের উপর ঘর বানাতে, বসতে, তার উপর সলাত আদায় করতে নিষেধ করেছেন। (মুসনাদ আবু ইয়ালা; সহীহ ২/৬৬)।
আবু মারসাদ আল-গানাবী (রা.) হতে বর্ণিত; তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সলাতও আদায় করবে না।’ (মুসলিম ১৬১৩)।
উম্মাহাতুল মুমিনিন থেকে বর্ণিত; রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহাবীগন বললেন, আমরা রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কবর কিভাবে বানাবো, তা কি মসজিদ করব? অতঃপর আবু বাকর (রাদিআল্লাহু আনহু) বললেন, আমি রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, ‘আল্লাহ ইয়াহুদি ও নাসারাদের প্রতি লা’নত বর্ষণ করুন, তারা নবীদের কবর সমুহকে মাসজিদ বানিয়ে নিয়েছে’’ ইবন যানজাওয়াই ফাজায়িলে সিদ্দিক। (জামেউল কাবীর ৩/১৪৭/১)।
এখন আপনি কি করবেন? সিদ্ধান্ত আপনার।
____________________________________________
আমাদের চ্যানেলের আরো কিছু ভিডিও দেখার অনুরোধ রইলো:
বিদআত কি? বিদআত কাকে বলে?
লিংক: • বিদআত কি? | বিদআত চেনার উপায় | বিদআত করলে...
রাসূল সাঃ এর কবরকে রওজা বলা যাবে কি?
লিংক: • রাসূল সাঃ এর কবরকে "রওজা মোবারক" বলা যাবে ...
নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না কথাটি ঠিক?
লিংক: • নবী সাঃ কে সৃষ্টি না করলে কোনোকিছুই সৃষ্টি...
____________________________________________
KW: কবর পাকা কবর পাকা করা কি জায়েজ,কবর পাকা করা হারাম তাহলে রাসুল সাঃ এর রওজা কেন পাকা কবর পাকা করা কবর পাকা করা সম্পর্কে হাদিস কবর পাকা করা যাবে কি ? কবর পাকা করা যাবে কিনা ? কবর পাকা করা জায়েজ কি ? কবর পাকা করা কি জায়েজ? কবর পাকা করা যাবে কি কবর পাকা করা জায়েজ কি ? আল্লামা মামুনুল হক ২০২০ কবর পাকা করা যাবে কি না? কবর উঁচু করা কবর পাকা করা হারাম নাকি হালাল কবর পাকা করা কি জায়েজ কবর পাকা করা না জায়েজ কিন্তু নবীর রওজা পাকা কেন কবর পাকা করা যাবে কি...?
_________________________________________
Hashtags: #কবর #পাকা #কবর #পাকা #করা #কি #জায়েজ #কবর #পাকা #করা #হারাম #তাহলে #রাসুল #সাঃ #এর #রওজা #কেন #পাকা #কবর #পাকা #করা #কবর #পাকা #করা #সম্পর্কে #হাদিস #কবর #পাকা #করা #যাবে #কি ? #কবর #পাকা #করা #যাবে #কিনা ? #কবর #পাকা #করা #জায়েজ #কি ? #কবর #পাকা #করা #কি #জায়েজ? #কবর #পাকা #করা #যাবে #কি,/ #কবর #পাকা #করা #জায়েজ #কি ? #আল্লামা #মামুনুল #হক #২০২০ #কবর #পাকা #করা #যাবে #কি #না? #কবর #উঁচু #করা #কবর #পাকা #করা #হারাম #নাকি #হালাল #কবর #পাকা #করা #কি #জায়েজ #কবর #পাকা #করা #না #জায়েজ #কিন্তু #নবীর #রওজা #পাকা #কেন #কবর #পাকা #করা #যাবে #কি...?
Информация по комментариям в разработке