ভূ-স্বর্গ কাশ্মীর, দেখে আসুন ভূ-সর্গ কাস্মীর,
Beautiful kashmir valley, Beautiful kashmir scenery, Kashmir beautiful city, Jammu kashmir beautiful places, Kashmir ki beautiful place, Kashmir Is Called a Heaven On Earth, Hazratbal Mosque,
Shalimar Bagh of Kashmir, Stunning Gulmarg Kashmir, Pahalgam Aru Valley Kashmir, jammu and kashmir,
কাশ্মীর সম্পর্কে অবাক করা তথ্য, ‘ভূ-স্বর্গ’ কাশ্মীরের বিচিত্র কথা, কাশ্মীরের সুন্দর সুন্দর জায়গা, ভূস্বর্গ-কাশ্মীর, ডাল লেক শ্রীনগর কাশ্মীর, পহেলগাম, শালিমার বাগ, গুলমার্গ, হযরতবাল মসজিদ, কাশ্মীরের দর্শনীয় স্থান, কাশ্মির ভ্রমণ, দেখে আসুন ভূস্বর্গ কাশ্মীর, কাশ্মীরের সৌন্দর্য, কাশ্মীরের সৌন্দর্য জায়গা,
পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দর্শনীয় স্থানের নাম কাস্মীর। প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমির আর এক নাম কাশ্মির। চোখ জুড়ানো এক নয়নাভিরাম প্রকৃতির সমাবেশের নাম কশ্মির।
ভু-স্বর্গ,পৃথিবীর সুন্দরতম স্থান,এশিয়ার সুইজারল্যান্ড ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত প্রকৃতির বিচিত্র এক সৌন্দর্য্যরে আঁধার কাশ্মীর উপত্যাকা। হিমালয় পর্বতমালার তল ঘেষে এই স্থানটি পৃথিবীর সব প্রান্তের ভ্রমণ পিয়াসীদের জন্য এক পরম গন্তব্যস্থল।
১।
শালিমার বাগঃ
মোঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহানের জন্য একটি বাগান তৈরি করেন। বাগানে আছে ঝর্ণা ধারা, নানা প্রজাতির ফুল আর হরেক রকম ফলের গাছ। শীতকালে বরফ আচ্ছন্ন বাগানটি বসন্তকালে ভরে উঠে ফুলে ফুলে। বাগানে প্রবেশ করতেই স্বাগত জানাবে বিশাল আকৃতির চিনার আর পাইনের দল। নুরজাহানের জন্য তৈরি শালিমার বাগ নামের এ বাগানটির দেখা পাওয়া যাবে প্রাকৃতিক ভূ-স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে। শ্রীনগর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শালিমার বাগ।
২। ডাল লেকঃ
শ্রীনগরের নিকটবর্তী একটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাহাড়ের পাদদেশে শুয়ে আছে ডাল লেক। ৩ কিলোমিটার প্রস্থ ও ২২ কিলোমিটার দীর্ঘ এর সীমানা। পাহাড় বেষ্টিত ডাল লেকের রূপ আপনাকে মুগ্ধ করবে। শীতকালে আশপাশের পাহাড়গুলো সাদা আর সাদা। দু’চোখ যেদিকে যায় সেদিকেই শুধু বরফে ঢাকা পাহাড় চোখে পড়বে।
লেকে ভাসমান সিকারা, হাউজবোট, দোকান, হোটেল সব মিলিয়ে এক অজানা জগতের দেখা মিলবে। একটু দূরে হাতছানি দেবে প্রচণ্ড ঠাণ্ডা পানির লেকের পাড়ে বেড়ে ওঠা বিশাল আকৃতির চিনার আর পাইনেরা।
৩। হযরত বাল মসজিদঃ
সাদা মার্বেল পাথর দিয়ে আরবীয় ডিজাইনে তৈরি করা হয়েছে মসজিদটি। মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে এটি। ১৬৩০ সালে মদিনা থেকে হযরত মোহাম্মদ (সা.) এর মাথার চুল এনে মসজিদে একটি বিশেষ গ্লাসে রাখা হয়েছে। ধর্মীয় বিশেষ বিশেষ দিনে এই ‘চুল’ ধর্মপ্রাণ মুসল্লিদের দেখানো হয়। এ কারণে মসজিদটি কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে।
শ্রীনগর শহর থেকে ৯ কিলোমিটার দূরে ডাল লেকের উত্তর পাশে লেকের তীরে অবস্থিত মসজিদটিই বিখ্যাত হযরত বাল মসজিদ। অসংখ্য জালালি কবুতরের আবাস মসজিদের আশপাশে।
দৃষ্টিনন্দন মসজিদের চারপাশ শীতকালে বরফাবৃত থাকে।
৪। পহেল গামঃ
শ্রীনগর শহর থেকে প্রায় ৯৬ কিলো মিটার দূরে এবং সমতল ভূমি থেকে ২১৯৬ মিটার উঁচু পাহাড়ের চূড়ায় পহেলগাম অবিস্থত। বিশাল আকৃতির পাইন-চিনারগাছ, বরফে ঢাকা জাফরান খেত, ফসলের জমি আর রাস্তা-ঘাট সব বরফের চাদরে ঢাকা। দূরের পাহাড়গুলো ধবধবে সাদা। পাহাড়ি ঝর্ণাধারা পাথর বেয়ে আছড়ে পড়ছে ঐতিহাসিক ঝিলাম নদীতে। কখনও বা পাহাড়, কখনও বা নদী, কখনও বা বড় বড় পাথর, পাহাড়ি বন, বৃক্ষ রাজিতে ঝুলে থাকা বরফ, আঁকা-বাঁকা পাহাড়ি পথ। প্রকৃতিকন্যা এই গ্রামের নাম পহেলগাম।
৫। গুলমার্গঃ
শ্রীনগর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে আজব পাহাড়ের চূড়ায় গুলমার্গ অবস্থিত। এটা সমতল ভূমি থেকে ২ হাজার ৭৩০ মিটার উঁচুতে।
এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। শীতকালে যেদিকে তাকাবেন শুধু বরফ আর বরফ। অপরূপ সৌন্দর্য। প্রকৃতি তার সব রূপ এখানে ঢেলে দিয়েছে। শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথের দৃশ্যেই আপনার ভ্রমণ পিয়াসী মন কানায় কানায় ভরে যাবে। ঘর, বাড়ি, গাছ-পালা, ফসলের জমি সব কিছুই বরফের নিচে ঢাকা পড়ে শীতকালে। আর সবুজ পাতার সমারোহ যে সব গাছপালায় তার সবগুলোই পাতাশূন্য অবস্থায় দেখা মিলবে শীতে।
ঘরের চালে, বাগানে- চিনার গাছে বরফ ঝুলবে। গুলমার্গ দেখলেই বুঝতে পারবেন কাশ্মীরকে কেন ভূ-স্বর্গ বলা হয়।
স্কেটিং, রোপওয়ে দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আসা-যাওয়া আর বরফে গড়াগড়ি দেওয়ার অবাধ সুযোগ তো আছেই।
• ভূস্বর্গ কাশ্মীর, সবচেয়ে সুন্দর ১০টি ...
• Full HD Video Of Shalimar Bagh, Srina...
• Stunning Gulmarg, Kashmir in 4K
• Pahalgam Aru Valley Kashmir , Pahalga...
• Hazratbal Mosque, Srinagar, Kashmir ह...
• ডাল লেক, শ্রীনগর কাশ্মীর
Информация по комментариям в разработке