কিভাবে একজন ভালো Leader হয়ে ওঠা সম্ভব || Leadership 101 By John C Maxwell Bangla Full Audiobook

Описание к видео কিভাবে একজন ভালো Leader হয়ে ওঠা সম্ভব || Leadership 101 By John C Maxwell Bangla Full Audiobook

কিভাবে একজন ভালো Leader হয়ে ওঠা সম্ভব | Leadership 101 By John C Maxwell Bangla Full Audiobook লিডারশীপ ১০১ সম্পূর্ণ অডিও বই ‪@AudiTok‬

All bangla self development audiobook📚☺️

Atomic habits bangla full audiobook📚
📚👉    • কিভাবে যে কোন খারাপ অভ্যাস পাল্টানো স...  

দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন সম্পূর্ণ অডিও বই📚
📚👉    • দুশ্চিন্তা মুক্ত নতুন জীবন | How to S...  

Time management-সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান Full bangla Audiobook
📚👉    • 24 ঘন্টা সময়কে কাজে লাগানোর সহজ কৌশল ...  

নেতৃত্ব সম্পর্কে বুঝতে হলে এটি একটি কাজের মাধ্যমে অন্যকে প্রভাবিত করার দক্ষতা এবং দক্ষতা হলো একটি প্রকারের দৃষ্টিকোন বা ক্ষমতা। এটি নির্দিষ্ট নীতি, শৃঙ্খলা, এবং নৈতিক মূল্যগুলির মাধ্যমে দেখা যেতে পারে। সফল একজন নেতা হওয়ার জন্য আপনি নিম্নোক্ত কিছু বিষয়কে মনে রাখতে পারেন:

1. *দৃঢ় নির্ধারণ ও লক্ষ্য সেট করা:* একজন সফল নেতা হওয়ার জন্য দৃঢ় লক্ষ্য এবং নির্ধারণ থাকা প্রয়োজন। সঠিক লক্ষ্য সেট করে সেটি প্রাপ্ত করার দিকে নেতৃত্ব প্রদর্শন করতে পারেন।

2. *সময় ও সম্পর্ক পরিচালনা:* নেতা হওয়ার জন্য সঠিক সময় পরিচালনা করা প্রয়োজন। সম্পর্ক পরিচালনা, টীমওয়ার্ক, এবং অন্যকে প্রভাবিত করার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ।

3. *ব্যক্তিগত উন্নতি:* নিজের উন্নতি করতে হলে নতুন জ্ঞান অর্জন করা, নিজেকে আরও উন্নত করার জন্য প্রস্তাবনা নেওয়া এবং নিজের অজানা ক্ষমতা চ্যালেঞ্জ করা গুরুত্বপূর্ণ।

4. *শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস:* নিজের ক্ষমতা এবং প্রভাবশীলতা পরিচালনা করার জন্য শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ।

5. *টিম বিল্ডিং এবং সহযোগিতা:* একটি ভাল নেতা হওয়া হলে টিমের সদস্যদের সাথে ঠিকমতো যোগাযোগ করা এবং তাদের সহযোগিতা প্রাপ্ত করা গুরুত্বপূর্ণ।

নেতৃত্ব কিভাবে পরিচালনা করতে হলে প্রোটিভ, উৎসাহী, নিষ্ঠাবান, শ্রদ্ধাশীল, সম্মতিপূর্ণ, এবং সম্পর্কশীল হওয়া গুরুত্বপূর্ণ। আপনি যদি এই মানগুলি অনুসরণ করেন, তবে আপনি সফল নেতা হতে সক্ষম হতে পারেন।

বইয়ের নামঃ লিডারশীপ ১০১।
যে বিষয়ে লেখাঃ আত্ম উন্নয়ন/নেতৃত্বের অবশ্যম্ভাবী সূত্রাবলি।
মূলঃ জন সি. ম্যাক্সওয়েল।
আমেরিকান লেখক জন সি. ম্যাক্সওয়েলের আত্ম উন্নয়ন মূলক বই সিরিজের প্রথম বইটি হচ্ছে 'লিডারশীপ ১০১'।
একজন ব্যাক্তির জীবনে সাফল্য পাওয়ার জন্য চারটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সক্ষম হওয়া দরকার। তা হলোঃ সম্পর্ক, সজ্জিত করণ, মনোভাব ও নেতৃত্ব। সত্যি বলতে এসব গুণ প্রতিটি মানুষের থাকা দরকার। কিভাবে এসকল গুণ আমরা অর্জন করতে পারি তাই নিয়ে লেখা হয়েছে বইটি।
আমারা কিভাবে নেতা হবো, নেতা হওয়ার জন্য কি কি দরকার, নেতৃত্বের সাফল্য, কি ভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, কি ভাবে লক্ষ স্থির করা যায়,নেতার প্রভাব, নেতৃত্বের মিথ, কি ভাবে আমারা আমাদের প্রভাব বৃদ্ধি করতে পারি, সততা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আজ, ম্যাকডোনাল্ড’স বিশ্বের সর্ববৃহৎ হ্যামবার্গার ফাস্ট ফুডের রেস্তোরাঁ। নেতা হিসেবে ম্যাকডোনাল্ড ভাইরা যেভাবে সাফল্য পেয়েছে, তার পিছনের গল্প, নেতা হিসেবে তারা কেমন তা অনেক সুন্দর করে বলা হয়েছে।
পৃথিবীর সবচেয়ে দুর্দান্ত মাস্টারপিসগুলো হলো ডিজনিল্যান্ড ও ওয়াল্ট ডিজনি ওয়াল্ড। ওয়াল্ট ডিজনির অসাধারণ নেতৃত্ব ও সফলতা কাহিনি বইটিতে বলা হয়েছে।
'প্রভাব' আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সেস ডায়ানা কিভাবে তার 'প্রভাব' এর মাধ্যমে সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষন করেছিল, কি ছিল তাঁর মধ্যে যার কারণে সমগ্র পৃথিবীর অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিঁনি? মাদার তেরেসা কিভাবে সমগ্র পৃথিবীতে শান্তি ও মানবতার প্রতীক হয়ে ওঠেছিল তাও জানা যাবে। এঁদের সকলের সবচেয়ে কমন বিষয় হচ্ছে "নেতৃত্ব ও প্রভাব"। এঁরা সবাই ভালো নেতা ছিল।

নেতৃত্ব একদিনে নয় বরং প্রতিদিনে বিকাশিত হয়। নেতৃত্বের চারটি ধাপ রয়েছে। যথাঃ আমি কী জানি, কী জানি না, প্রদর্শন করতে ও শুরু করতে জানি, আমি সরাসরি কথা বলি ইত্যাদি। আমার লড়াই, আমার পরিশ্রম আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। একজন নেতা সবসময় তার অনুসরণকারীদের কথা চিন্তা করে কাজ করে।
বস ও নেতার মধ্যে পার্থক্য আছে। বস বলে "আমি" আর নেতা বলে "আমরা"। আমাদের বস নয় বরং নেতা হতে হবে। মানুষ বসকে নয়, নেতাকে আপন করে নেয়।
আমাদের জীবনকে কিভাবে সাফল্যের সাথে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, সঠিক মনোভাবের গুরুত্ব কতটুকু, জীবনের সাফল্য ঠিক করা ইত্যাদি বিষয় অনেক ভালো ভাবে দেওয়া আছে বইটিতে।

এককথায় বইটি অসাধারণ। খুব ভালো লেগেছে বইটি পড়ে। উপরে বর্ণিত সকল কিছু নিজের মধ্যে আর্জন করতে হলে বইটি পড়ার কোন বিকল্প নেই। আমি নিজ থেকে সকলে এই বইটি সাজেস্ট করলাম।

পৃথিবীর হোক বইয়ের। বুদ্ধি ও জ্ঞানের জন্য বই পড়া অতি আবশ্যক। 😊



Disclaimer –

video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

#Audilua #banglabusinessaudiobooks #self_learning #audiobook
Let's see what to next

Комментарии

Информация по комментариям в разработке