Title: পৃথিবীর সর্বপ্রথম হত্যা ও কুরবানী।।
পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন হাবিল, যেটা ঘটিয়েছিল তারই আপন ভাই কাবিল। এরা ছিলেন পৃথিবীর সর্বপ্রথম নবী ও মানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান। এই
ঘটনার বিবরণ পবিত্র কুরআন ও তাওরাত কিতাবের বর্ণিত আছে।
পবিত্র কুরআনে বর্ণিত আছে যে আদমের দুই ছেলের ঘটনা তুমি তাদের যথাযথভাবে শুনিয়ে দাও ,
যখন তারা কোরবানি করল তখন একজনের কুরবানী কবুল হলো এবং অন্যজনের হলো না ।
আয়াতে বর্ণিত যাদের কুরবানী কবুল হলো এবং হলো না তারা হল যথাক্রমে দুই ছেলে হাবিল ও কাবিল।
তাওরাতে এদের নাম কাইন,ও হ্যাবল।
যে ঘটনাকে কেন্দ্র করে সর্বপ্রথম কুরবানী ও হত্যাকাণ্ড হল,
তা হল,
নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভে জমজ সন্তান,জম্ন নিত।
প্রথমবার জমজ সন্তান হল হাবিল,ও গাজা।
দ্বিতীয়বার যমজ সন্তান হল কাবিল ও আকলিমা।
আল্লাহ তাআলা তাদের মধ্যে বিবাহের ব্যবস্থা করলেন।
প্রথমবারের যমজ সন্তান হাবিল ও গাজার সাথে দ্বিতীয়বারের যমজ সন্তান কাবিল ও আকলিমার মধ্যে বিবাহের আদেশ দিল।
এই নিয়মে প্রথমবারের যমজ সন্তান হাবিলের সাথে পরের বারের জন্য সন্তান আকলিমার বিবাহ হবে এবং কাবিলের সাথে হবে গাজার বিবাহ।
তো কাবিলে এতে বেঁকে বসলো ।
কেননা আকলিমা ছিল সুন্দরী এবং গুণবতী অপরদিকে গাজা ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী।
সে আরও দাবি করল, আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে তো তাকে বিয়ে করার অধিকার আমারই বেশি।
তাদের মতপার্থক্যের সুরাহা করার জন্য আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কুরবানী কর, যার কুরবানি আল্লাহু তায়ালা কবুল করবেন,সেই আকলিমাকে বিবাহ করার সুযোগ পাবে।
কাবিল,মোটা তাজা একটা দুম্বা ও হাবিল এক আটি শস্যদানা পাহাড়ের উপর রেখে দিল।
আকাশ থেকে, আগুন এসে শস্যের আটি জালিয়ে দিল।
এতে বোঝা গেল, হাবিলের কুরবানি কবুল হয়েছে।
এতে কাবিল ক্ষিপ্ত হলো, এবং বলল,আমি তোমাকে হত্যা করব,হাবিল মার্জিত ভাষায় বলল,আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাদের কুরবানী কবুল করে থাকে।
এদিকে কাবিল,ফন্দি আটতে থাকে,যে কিভাবে হত্যা করবে হাবিলকে,কারন হত্যার নিয়ন সে জানত না
পথে পথে ঘুরতে লাগলেন।
তখন শয়তানের ইশারায়,কাবিল দেখল,
একটা পাখি অন্য একটা পাখিকে, পাথরের টুকরা দিয়ে আঘাত করে মেরে, তার ঠোট দিয়ে মাটি খুড়ে,মাঠির তলায় পুতে রাখল।
এটা দেখে,কাবিল বুঝতে পারল কিভাবে হত্যা করতে হয়।
তখন,হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কাতে হযরত,
একদিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না থাকায়, বাড়ি খালি ও নিরাপদ পেয়ে
কাবিল একটা পাথর নিক্ষেপ করল,হাবিলের উপর আর এটি গিয়ে পড়ল, হাবিলের,মাথায়,
হাবিল মাটিতে লুটিয়ে পড়ল,এবং মৃত্যু গ্রহন করল।
এভাবেই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হলো।
এই ঘটনার পর কাবিল হতবিহল হয়ে পড়ে,মনে অনুশোচনা সৃষ্টি হয়।
সে যে তার আপন ভাইকে হত্যা করেছে তাই সে উন্মাদের মতো গৃহ ত্যাগ করে পথে পথে ঘুরেছে,
মৃত্যুর আগ পর্যন্ত।
এভাবেই, পৃথিবীর বুকে, সর্বপ্রথম কুরবানি হয়
ও
শয়তানকে প্ররোচনায় হত্যা,সংগঠিত হয়।।
প্রিয়,ভাই ও বোনেরা,এই হাদিস টি শেয়ার করে, সবাইকে জানার সুযোগ করে দিন।
ও লাইক,শেয়ার,সাবস্ক্রাইব করে নায়াবের পাশে থাকুন।
আল্লাহ হাফেজ।।
• পৃথিবীর সর্বপ্রথম হত্যা ও কুরবানী।।
As-Salaam-Alaikum Brothers & Sisters - JazakAllahu Khair for visiting the Channel, Don't Forget to Like, Share and Subscribe, inshaAllah!
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
© This video can't be re-uploaded to YouTube without my permission. I will file copyright strikes if my video/s are re-uploaded on your channel.
Информация по комментариям в разработке