Welcome to The Study Lab!
✦ Your go-to destination for all educational content in Bengali. From Physics, Maths, Biology to History and more, we break down complex topics for easier learning and deeper understanding.
Stay connected with us for daily updates, tips, and learning strategies! ✧
🔹 Don’t forget to subscribe to our channel for more educational videos and quick learning tricks.
🔹 Join our community on social media for real-time updates and extra resources:
🔗 Facebook: / 18eybuvewe
🔗 Instagram: https://www.instagram.com/innerreign....
✦ Stay curious, stay informed, and keep learning!
For any questions, collaborations, or inquiries, feel free to contact us at : [email protected].
আদরিনী গল্পের প্রথম পরিচ্ছেদ
________________________________________________
পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জবিহারীবাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন- "মুখুয্যে মশায়, পীরগঞ্জের বাবুদের বাড়ী থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এই সোমবার দিন মেঝবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারি ধূমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি?"
মোক্তার মহাশয় তাঁহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া, হুঁকাটি নামাইয়া ধরিয়া, একটু উত্তেজিত স্বরে বলিলেন- কি রকম? আমি নিমন্ত্রণ পাব না কি বকম? জান, আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার? -আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটে কি সম্ভব মনে কর?"
জয়রাম মুখোপাধ্যায়কে ইঁহারা বেশ চিনিতেন সকলেই চিনে। অতি অল্প কারণে তাঁহার তীব্র অভিমান উপস্থিত হয়-অথচ হৃদয়খানি স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মত কোমল, ইহা যে তাঁহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে, সেই জানিয়াছে। উকিল বাবু তাড়াতাড়ি বলিলেন-"না-না- সে কথা নয়-সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুয্যে মশায়? আমরা কি সে ভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে, যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য্য এই ছিল যে, আপনি সে দিন পীরগঞ্জে যাবেন কি?"
মুখোপাধ্যায় নরম হইলেন। বসিলেন "ভায়ারা, বস।"- বলিয়া সমুখস্থ আর এক খানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন- "পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়। অথচ না গেলে তাবা 'ভাবি মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ?"
নগেন্দ্রবাবু বলিলেন- যাবার ত খুবই ইচ্ছে-কিন্তু অত দূর যাওয়া ত সোজা নয়। ঘোড়ার গাড়ীর পথ নেই। গোরুর গাড়ী করে যেতে হলে, যেতে দুদিন আসতে দুদিন। পালকী করে যাওয়া সেও যোগাড় হওয়া মুস্কিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুয্যে মশায়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ী থেকে একটা এই হাতী আনিয়ে নেবেন এখন, আমরা দুজনেও তাঁর সঙ্গে সেই হাতীতে দিব্যি আরামে যেতে পারব।"
মোক্তার মহাশয় স্মিতমুখে বলিলেন- "এই কথা? তার জন্যে আর ভাবনা কি ভাই?-মহাবাজ নরেশচন্দ্র ও আমার আজকের মক্কেল নন-ওঁর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়ীতে চিঠি লিখেপাঠাচ্ছি-সন্ধ্যে নাগাদ হাতী এসে যাবে এখন।"
কুঞ্জবাবু বলিলেন-"দেখলে হে ডাক্তার, আমি ত বলেইছিলাম-অত ভাবছ কেন মুখুয্যে মশায়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুয্যে মশায়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। না গেলে ছাড়ছিনে।"
"যাব বইকি ভায়া-আমিও যাব। তবে আমার ত বাই খেমটা শোনবার বয়স নেই-তোমরা শুনো। আমি মাথায় এক পদ্গ বেঁধে, একটি থেলো হুঁকো হাতে করে, লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব-তদারক করে বেড়াব। আর তোমরা বসে। বে-'পেয়ালা মুঝে ভর দে'-কেমন?"-বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা-হা করিয়া
হাসিতে লাগিলেন |
Информация по комментариям в разработке